কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন তিনগুণ হবে (a) 30 বছরে (b) 35 বছরে (c) 40 বছরে (d) 45 বছরে
Answer: C
মূলধন দ্বিগুণ হলে 100 টাকা আসল 20 বছরের সুদ হয় 100 টাকা । মূলধন তিনগুন হতে গেলে 100 টাকার সুদ হতে হবে 200 টাকা ।
\(\therefore\) সময় লাগবে \(=\cfrac{20\times 200}{100}\) বছর = \(40\) বছর ।