\((a - 2)x^2 + 3x + 5 = 0\) সমীকরণটি \(a\) -এর মান ______ এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না । Madhyamik 2018


\((a - 2)x^2 + 3x + 5 = 0\) সমীকরণটি \(a\) -এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না ।
\((a-2)x^2+3x+5=0\) সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি \(x^2\) এর সহগ 0 হয় ।
অর্থাৎ যদি \(a-2=0\) হয় ।
অর্থাৎ, \( a=2\) হয় ।


Similar Questions