প্রমান করো যে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা-এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, ঐ লম্ব জ্যা-কে সমদ্বিখন্ডিত করবে ।
Madhyamik 2006 , 2022
ধরি, O কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা AB এবং OD, AB জ্যা এর অপর লম্ব ।
প্রমান করতে হবে যে OD জ্যা-কে সমদ্বিখন্ডিত করেছে অর্থাৎ AD=DB
অঙ্কন : O,A এবং O,B যুক্ত করা হল ।
প্রমান: \(\triangle\)OAD ও \(\triangle\)OBD এর মধ্যে
\(\angle\)ODA=\(\angle\)ODB [উভয়েই সমকোণ]
OA=OB [ একই বৃত্তের ব্যাসার্ধ]
এবং OD সাধারন বাহু ।
\(\therefore \triangle\)OAD\(\cong \triangle\)ODB [সর্বসমতার R-H-S শর্তানুসারে]
\(\therefore \) AD=DB[অনুরূপ বাহু] [প্রমাণিত]