1. একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে আছে তাদের অনুপাত 5:3 এবং দ্বিতীয় কোণটির ষষ্টিক মান 45°; প্রথম কোণটির ষষ্টিক মান এবং বৃত্তীয় মান নির্ণয় করি।
2. বৃত্তীয় মান নির্ণয় করি : 60°
3. বৃত্তীয় মান নির্ণয় করি : -150°
4. বৃত্তীয় মান নির্ণয় করি : 72°
5. বৃত্তীয় মান নির্ণয় করি : 22°30'
6. বৃত্তীয় মান নির্ণয় করি : -62°30'
7. বৃত্তীয় মান নির্ণয় করি : 52°52'30"
8. বৃত্তীয় মান নির্ণয় করি : 40°16'24"
9. নীচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুমান নির্ণয় করি।
10. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
11. নীচের শ্রেণিবিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুমান নির্ণয় করি:
12. যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয়, তবে p-এর মান নির্ণয় করি।
13. দুটি কোণের সমষ্টি 135° এবং তাদের অন্তর \(\cfrac{\pi}{12}\) হলে কোণ দুটির ষষ্টিক ও বৃত্তীয় মান নির্ণয় করো।
14. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
15. দুটি কোণের সমষ্টি 135° এবং তাদের অন্তর \(\frac{\pi^c}{12}\) হলে কোণ দুটির ষষ্টিক ও বৃত্তীয়মান নির্ণয় করো।
16. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:5:3; ত্রিভূজটির ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো।
17. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
18. নীচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরুমান নির্ণয় করি।
19. নীচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি :
20. যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 25 হয়, তবে k-এর মান নির্ণয় করি।
21. নীচের তথ্যের মধ্যমা নির্ণয় করি :
22. নীচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি :
23. যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয়, তবে p-এর মান নির্ণয় করি।
24. দুটি কোণের সমষ্টি 135° এবং তাদের অন্তর \(\cfrac{\pi}{12}\) হলে কোন দুটির ষষ্টিক ও বৃত্তীয় মান নির্ণয় করো।
25. দুটি কোণের সমষ্টি 135° এবং তাদের অন্তর \(\frac{\pi}{12}\) হলে, কোণ দুটির ষষ্টিক ও বৃত্তীয় মান নির্ণয় করো।
26. একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35°57'4" এবং 39°2'56" হলে, তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করি।
27. যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 54 হয়, তবে k-এর মান নির্ণয় করি।
28. যদি নীচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 25 হয়, তবে k-এর মান নির্ণয় করি।
29. যদি নীচের তথ্যের মধ্যমা 28.5 হয়, এবং পরিসংখ্যার সমষ্টি 60 হয়, তাহলে x ও y-এর মান নির্ণয় করি।
30. নীচের পরিসংখ্যা বিভাজনের দ্বারা প্রদত্ত তথ্যটির সংখ্যাগুরুমান নির্ণয় করি।