একটি নিরেট লম্ব-বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1320 বর্গসেমি । চোঙটির ভূমির ব্যাস 14 সেমি হলে এর উচ্চতা নির্ণয় করো ।
Madhyamik 2013
ধরি, চোঙের উচ্চতা \(=h\) সেমি
চোঙটির ব্যাসার্ধ =\(\cfrac{14}{2}\) সেমি = \(7\) সেমি
\(\therefore\) প্রশ্নানুসারে, \(2\pi \times 7\times h=1320\)
বা, \(2\times \cfrac{22}{7}\times 7\times h=1320\)
বা, \(h=\cfrac{1320\times 7}{2\times 22\times 7}=30\)
\(\therefore\) চোঙটির উচ্চতা 30 সেমি ।