একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45° কোণে দেখা যায় এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30° কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করি।


ধরি,নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি সেতু হল \(AB \) এবং তার \(A \) প্রান্ত থেকে কিছু দূরে \(C \) বিন্দু থেকে সেতুর অপর প্রান্ত \(B \) বিন্দুর সাপেক্ষে উৎপন্ন কোণ\( ∠BCA=45° \) এবং \(C \) বিন্দু থেকে আরও \(400 \) মিটার দূরে \(D \) বিন্দু থেকে \(B \) বিন্দুর সাপেক্ষে উৎপন্ন কোণ \(∠BDA=30° \) এবং \(CD=400 \) মিটার।

সমকোণী ত্রিভূজ \(ABC \) থেকে পাই
\(tan45°= \) লম্ব /ভূমি \(=\cfrac{AB}{AC} \)
বা, \(1=\cfrac{AB}{AC} \)
বা, \(AB=AC----(i) \)

সমকোণী ত্রিভূজ \(ABD \) থেকে পাই
\(tan30°= \) লম্ব /ভূমি \(=\cfrac{AB}{AD} \)
বা, \(\cfrac{1}{√3}=\cfrac{AB}{AD} \)
বা, \(AB=\cfrac{AD}{√3}----(ii) \)

\((i) \)এবং \( (ii) \)নং সমীকরনে \(AB \) এর মানের তুলনা করে পাই,
\(AC=\cfrac{AD}{√3} \)
বা, \(√3 AC=AD \)
বা, \(√3 AC=AC+CD \)
বা, \(√3 AC-AC=CD \)
বা, \((√3-1)AC=400 \)
বা, \(AC=\cfrac{400}{(√3-1)}=\cfrac{400(√3+1)}{(√3-1)(√3+1)} \)
\(=\cfrac{400(√3+1)}{3-1 }=\cfrac{400(√3+1)}{2}=200(√3+1) \)

\((i) \) নং সমীকরনে \(AC \) এর মান বসিয়ে পাই
\(AB=AC=200(√3+1) \)

∴সেতুটি \(200(√3+1) \) মিটার লম্বা ।

Similar Questions