126 ডেসিমি উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30° কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি।
ধরি,AB একটি 126 ডেসিমি উঁচু একটি উল্লম্ব খুঁটি,
যার মাটি থেকে কিছু উপরে O বিন্দুতে দুমড়ে গিয়ে
তার অগ্রভাগ A বিন্দু C বিন্দুতে
স্পর্শ করেছে। এবং ভূমির সঙ্গে
উৎপন্ন কোণ ∠OCB=30°
সমকোণী ত্রিভূজ OBC থেকে পাই
tan30°=লম্ব/ভূমি \(=\frac{OB}{BC}\)
বা, \(\frac{1}{√3}=\frac{OB}{BC} \)
বা,OB\(=\frac{BC}{√3}----(i) \)
আবার,cos30°=ভূমি /অতিভূজ \(=\frac{BC}{OC}\)
বা, \(\frac{√3}{2}=\frac{BC}{OC}\)
বা, OC\(=\frac{2BC}{√3}---(ii)\)
∵উল্লম্ব খুঁটিটির উচ্চতা,AB=126
বা,AO+OB=126
বা,OC+OB=126 [∵AO=OC]
বা, \(\frac{2BC}{√3}+\frac{BC}{√3}=126\) [\((ii)\) এবং \((i) \) নং থেকে]
বা, \(BC(\frac{2}{√3}+\frac{1}{√3})=126\)
বা, \(BC×\frac{3}{√3}=126\)
বা, \(BC=\frac{126√3}{3}=42√3\)
(i) নং সমীকরনে BC এর মান বসিয়ে পাই
OB\(=\frac{42√3}{√3}=42\)
∴খুঁটিটি মাটি থেকে OB=42 ডেসিমি উচ্চতায় দুমড়ে
গিয়েছিল এবং তা মাটি থেকে BC=42√3 ডেসিমি
দূরে মাটি স্পর্শ করেছিল ।