পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে (i) কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, (ii) হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6960 টাকা লাভ হলে, তা থেকে কে, কত টাকা পাবে হিসাব করে লিখি।
কারবার চালানোর জন্য বছরে খরচ হয়=125×12 টাকা=1500 টাকা ।
হিসাবপত্র ঠিক রাখার জন্য পূজা ও উত্তম দুজনে বছরে মোট পায়=200×2×12 টাকা=4800 টাকা ।
কারবার চালানোর খরচ এবং হিসাবপত্র ঠিক রাখার জন্য খরচ বাদে অবশিষ্ট টাকার পরিমান=6960-(1500+4800)টাকা=6960-6300 টাকা=660 টাকা ।
পূজা,উত্তম এবং মেহেরের মূলধনের অনুপাত
=5000:7000:10000
=5:7:10
= \(\frac{5}{22}:\frac{7}{22}:\frac{10}{22}\) [∵5+7+10=22]
∴অবশিষ্ট 660 টাকার মধ্যে
পূজা পাবে=\(\frac{5}{22}\)×660 টাকা=150 টাকা ।
উত্তম পাবে=\(\frac{7}{22}\)×660 টাকা=210 টাকা ।
এবং মেহের পাবে= \(\frac{10}{22}\)×660 টাকা=300 টাকা ।
∴পূজা মোট পাবে=(200×12)+150 টাকা=2400+150 টাকা=2550 টাকা ।
উত্তম মোট পাবে=(200×12)+210 টাকা=2400+210 টাকা=2610 টাকা ।
∴বছরের শেষে পূজা মোট 2550 টাকা,উত্তম 2610 টাকা এবং মেহের 300 টাকা পাবে ।