1. একটি আয়তঘনের তলসংখ্যা = x, ধার সংখ্যা = y, শীর্ষবিন্দুর সংখ্যা = z এবং কর্ণের সংখ্যা = p হলে, (x-y+z+p)=? Madhyamik 2017
2. একটি আয়তঘনের তলসংখ্যা \(=x\), ধার সংখ্যা \(=y\), শীর্ষবিন্দুর সংখ্যা \(=z\) হলে, \(z-\cfrac{y}{x}=\)_____
3. একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা \(x\), বাহুর সংখ্যা \(y\) এবং তলের সংখ্যা \(z\) হলে, \(x-y+z\)=কত?
(a) 8 (b) 6 (c) 2 (d) 12
4. একটি আয়তঘনের তল সংখ্যা \(x\) ধার সংখ্যা \(y\) শীর্ষবিন্দুর সংখ্যা \(z\) এবং কর্ণের সংখ্যা \(p\) হলে \((x-y+z+p)\) -এর মান নির্ণয় করাে।
5. একটি আয়তঘনের তল সংখ্যা \(x\) ধার সংখ্যা \(y\) শীর্ষবিন্দুর সংখ্যা \(z\) এবং কর্ণের সংখ্যা \(p\) হলে \(x+y+z+p\) -এর মান কত তা লিখি।
6. একটি সমকোণী চৌপলের তলসংখ্যা \(=x\) এবং কর্ণসংখ্যা \(=y\) হলে \((x^2-y^2)\) এর মান হবে-
(a) 32 (b) 48 (c) 2 (d) 20
7. একটি আয়তঘনের তল সংখ্যা \(x\) ধার সংখ্যা \(y\) শীর্ষবিন্দুর সংখ্যা \(z\) এবং কর্ণের সংখ্যা \(p\) হলে \((x-y+z+p)\) -এর মান কত তা লিখি।
8. একটি সমকোণী চৌপলের কৌণিক বিন্দুর সংখ্যা \(a\) , প্রান্তরেখার সংখ্যা \(b\) এবং তলের সংখ্যা \(c\) হলে, \(2a-b+3c\)=কত?
(a) 16 (b) 18 (c) 20 (d) 22
9. 4, 5 + x, 2x + 1, 14 সমানুপাতী এবং x ধনাত্বক সংখ্যা হলে, x = কত?
(a) 1 (b) 2 (c) 4 (d) 3
10. একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, \(\sum f_i x_i = 132+5k\) এবং \(\sum f_i=20\)হলে, \(k\)-এর মান নির্ণয় করি।