একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল \(108\pi\) \(cm^2\) হলে তার আয়তন কত ?


ধরি, অর্ধগোলকটির ব্যাসার্ধ \(r\) একক
\(\therefore 3\pi r^2=108\pi\)
বা, \(r^2=\cfrac{108}{3}=36\)
বা, \(r=6\)

\(\therefore\) অর্ধগোলকটির আয়তন \(=\cfrac{2}{3}\pi r^3 \) ঘনসেমি
\(=\cfrac{2}{3}\pi \times 6^3\) ঘনসেমি
\(=\cfrac{2}{\cancel3}\pi \times \cancel{216}72\) ঘনসেমি
\(=144\pi\) ঘনসেমি


Similar Questions