P ও Q কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত A ও B বিন্দুতে ছেদ করে। A বিন্দু দিয়ে PQ-এর সমান্তরাল সরলরেখা বৃত্তদুটিকে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করে। PQ=5 সেমি হলে, CD-এর দৈর্ঘ্য কত তা নির্ণয় করি ।


P ও Q বিন্দুতে PM ও QN লম্ব হলে,
AM=\(\frac{1}{2}\) CA,এবং AN=\(\frac{1}{2}\) AD
∴MN=\(\frac{1}{2}\) CD

আবার∵PQ∥CD এবং PM∥QN[উভয়েই লম্ব]
∴PQ=MN

∴PQ=\(\frac{1}{2}\) CD
বা, CD=2PQ=2×5 সেমি=10 সেমি (Answer)


Similar Questions