একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার এবং উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.50 টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হিসাব করি।
শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ \((r)=\cfrac{21}{2}\) মিটার
এবং উচ্চতা \((h)=14\) মিটার
∴শঙ্কুটির তির্যক উচ্চতা \((l)=\sqrt{\left(\cfrac{21}{2}\right)^2+(14)^2}\) মি
\(=\sqrt{\cfrac{441}{4}+196}\) মিটার
\(=\sqrt{\cfrac{441+784}{4}}\) মিটার
\(=\sqrt{\cfrac{1225}{4}}\) মিটার
\(=\cfrac{35}{2}\) মিটার
∴শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল \(=πrl\)
\(=\cfrac{22}{7}×\cfrac{21}{2}×\cfrac{35}{2}\) বর্গ মিটার
\(=577.5\) বর্গ মিটার
∴প্রতি বর্গ মিটার \(1.50\) টাকা হিসাবে শঙ্কুটির
পার্শ্বতল রঙ করতে খরচ পড়বে \((577.5×1.50)\) টাকা \(=866.25\) টাকা (Answer)