দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে, তাদের উচ্চতার অনুপাত (a) 1:5 (b) 5:4 (c) 25:16 (d) 25:64
Answer: D
ধরি উচ্চতা যথাক্রমে \(h_1,h_2 \) এবং ভূমিতলের ব্যাসার্ধ
যথাক্রমে \(4r,5r \)
\(∴ \cfrac{1}{3} π(4r)^2 h_1 : \cfrac{1}{3} π(5r)^2 h_2=1:4 \)
বা, \(16r^2 h_1:25r^2 h_2=1:4 \)
বা, \(\cfrac{16h_1}{25h_2}=\cfrac{1}{4} \)
বা, \(\cfrac{h_1}{h_2} =\cfrac{25}{64} \)
বা, \(h_1:h_2=25:64 \)