একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে।
বিবৃতিটি মিথ্যা ।
আগে ব্যাসার্ধ \(r\) হলে এখন \(\cfrac{r}{2}\) এবং আগে উচ্চতা \(h\) হলে, এখন \(2h\)
∴আগে আয়তন ছিল \(=\cfrac{1}{3} πr^2 h\) ঘন একক
এখন আয়তন
\(=\cfrac{1}{3} π(\cfrac{r}{2})^2×2h=\cfrac{1}{3} π \cfrac{r^2}{4}×2h\)
\(=\cfrac{1}{6} πr^2 h\)
যা আগের সঙ্গে সমান নয়।