মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমান আসলের \(\frac{3}{8}\) অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি ।


ধরি,মান্নান মিঞার ধার করা টাকার পরিমান বা আসল \((p)=x\) টাকা ।
∴সুদের পরিমান \((I)=\cfrac{3x}{8}\) টাকা
সময় \((t)=6\) বছর

∴বার্ষিক সুদের হার \((r)=\cfrac{100×I}{pt}\%\)
\(=\cfrac{100×\cfrac{3x}{8}}{x×6}\%=\cfrac{100×3x}{x×6×8}\%=\cfrac{25}{4}\%\)
\(=6 \cfrac{1}{4}\%\)

∴বার্ষিক সরল সুদের হার ছিল \(6 \cfrac{1}{4}\% \)

Similar Questions