1. আমরা পরিবেশের 4 টি আয়তঘনাকার ও 4 টি ঘনকাকার বস্তুর নাম লিখি ।
2. পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নীচের প্রশ্নের উত্তর লিখি । ছবির ঘনবস্তুটির ______ টি তল ।
3. পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নীচের প্রশ্নের উত্তর লিখি । ছবির ঘনবস্তুটির _____ টি বক্রতল ও ______ টি সমতল ।
4. পাশের চিত্রের O কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ OA ও OB-এর মধ্যবর্তী কোণ 130°; A ও B বিন্দুতে অঙ্কিত স্পর্শদ্বয় T বিন্দুতে ছেদ করে। \(\angle\)ATB এবং \(\angle\)ATO-এর মান হিসাব করে লিখি।