\(= \cfrac{1}{2}:\cfrac{1}{3}:\cfrac{1}{4}\)
\(=6:4:3\)
1. \(2a=3b=4c\) হলে \(a.b:c=6:4:3\) হবে।
2. 2a=3b=4c হলে,a:b:c হবে
(a) 2:3:4 (b) 6:4:3 (c) 4:3:2 (d) 3:4:6
3. 2a = 3b = 4c হলে a:b:c হবে
(a) 3:4:6 (b) 4:3:6 (c) 3:6:4 (d) 6:4:3
4. \(2a=3b=4c\) হলে, \(a:b:c\) হবে
5. 2a=3b=4c হলে 2a:5b:7c কত?
(a) 2:3:4 (b) 4:15:28 (c) 12:20:21 (d) কোনোটিই নয়
6. \(a:b:c = 2:3:5\) হলে \(\cfrac{2a + 3b- 3c}{c}\) এর মান নির্ণয় করো।
(a) \(=-\cfrac{2}{5}\) (b) \(=-\cfrac{3}{5}\) (c) \(=\cfrac{2}{5}\) (d) \(=\cfrac{3}{5}\)
7. 2A=3B=4C হয়, তাহলে A:B:C=6:4:______
8. 2A=3B=4C হলে A:B:C= ---------------
9. \(\triangle\)ABC~\(\triangle\)DEF; BC এবং EF অনুরূপ বাহু। BE:EF=1:3 হলে \(\triangle\)ABC ও \(\triangle\)DEF এদের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:27
10. a: \(\cfrac{27}{64}=\cfrac{3}{4}\):a হলে,a-এর মান হবে
(a) \(\cfrac{81}{256}\) (b) 9 (c) \(\cfrac{9}{16}\) (d) \(\cfrac{16}{9}\)
11. ABC ও DEF ত্রিভুজে \(\angle\)A=\(\angle\)F=40°, AB:ED = AC:EF এবং \(\angle\)F=65° হলে AB এর মান হবে
(a) 35° (b) 65° (c) 75° (d) 85°
12. \(\triangle\)ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে D ও E বিন্দুতে ছেদ করে । AB=20 সেমি, BD=14 সেমি হলে, DE:BC=কত?
(a) 7:10 (b) 5:17 (c) 3:10 (d) 7:17
13. \(\triangle\)ABC এর \(\angle\)BAC=90\(^o\) এবং AD\(\bot\)BC । AB:AC=3:4 হলে, BD:DC=কত?
(a) 3:4 (b) 9:16 (c) 2:3 (d) কোনটিই নয়।
14. \(x:y=3:4\) হলে, \(\cfrac{x^2-xy+y^2}{x^2+xy+y^2}\)-এর মান হবে :
(a) 37:13 (b) 13:35 (c) 13:37 (d) 20:13
15. তিনটি তেলের ড্রামে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। তিনটি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলাে। এতে পাত্রে তেলের গভীর হলাে 7 ডেসিমি। ঐ বড় পাত্রের দৈর্ঘ্য প্রস্থ = 4:3 হলে, পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করাে।
16. ABCD একটি বৃত্তস্থ চতুভুজ। \(\angle\)A:\(\angle\)B:\(\angle\)C=3:4:5 হলে, \(\angle\)A:\(\angle\)D-এর মান -
(a) 3:6 (b) 3:4 (c) 5:6 (d) 3:5
17. ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও ACকে P ও Q বিন্দুতে ছেদ করে। যদি AQ =2AP হয় তাহলে PB:QC অনুপাতটির মান নির্ণয় করো।
18. যদি 3a=4b=Sc হয় তবে a:b:c হবে _____ ।
19. ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। যদি AQ =2AP হয়, তাহলে PB:QC-এর মান নির্ণয় করো।
20. A:B=2:3, B:C=4:5 এবং C:D=6:7 হলে, A:D নির্ণয় করি।
21. যদি A:B=3:4 এবং B:C=2:3 হয়, তাহলে A:B:C নির্ণয় করি ।
22. \(\triangle\)ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। AQ=2AP হলে PB:QC=কত?
(a) 1:2 (b) 2:1 (c) 1:1 (d) কোনটিই নয়।
23. \(\triangle\)ABC এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করে। AP:PB=2:1 এবং AC=18 সেমি হলে, AQ=কত?
(a) 12 সেমি (b) 9 সেমি (c) 6 সেমি (d) কোনটিই নয়।
24. ABCD ট্রাপিজিয়ামের AD\(\parallel\)BC । BC এর সমান্তরাল একটি সরলরেখা AB ও DC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে । AP:PB=2:1 হলে, DQ:QC= কত?
(a) 1:1 (b) 1:2 (c) 1:4 (d) 2:1
25. \(\triangle\)ABC এর AD মধ্যমা। E বিন্দুটি AD কে 1:2 অনুপাতে বিভক্ত করে । বর্ধিত BE, AC কে F বিন্দুতে ছেদ করে । AC=10 সেমি হলে, AF=কত?
(a) 5 সেমি (b) 4 সেমি (c) 2 সেমি (d) কোনোটিই নয়
26. (7a-5b):(3a+4b)=7:11 হলে, (5a-3b):(6a+5b) এর মান কত ?
(a) 777:244 (b) 777:247 (c) 247:778 (d) 247:787
27. ABC ত্রিভুজের \(\angle\)C = 90° ও AC : BC = 3 : 4 হলে cosecA-এর মান কত?
(a) \(\cfrac{3}{4}\) (b) \(\cfrac{5}{3}\) (c) \(\cfrac{5}{4}\) (d) \(\cfrac{3}{5}\)
28. A, B ও C কোনাে যৌথ কারবারে 1,500 টাকা লাভ করল। যদি A-র মূলধন : B-র মূলধন = 2 : 3 এবং B-র মূলধন : C-র মূলধন = 2 : 5 হয় তবে C-র লভ্যাংশ হয়
(a) 900 টাকা (b) 1000 টাকা (c) 1100 টাকা (d) 1200 টাকা
29. \(x =\cfrac{4ab}{a+b}\), হলে \(\cfrac{x+2a}{x-2a}\) \(+\cfrac{x+2b}{x-2b}\) এর মান হল :
(a) 1 (b) -2 (c) 2 (d) -1
30. A ও B এর অনুপাত 2:3 এবং B ও C এর অনুপাত 4:3 হলে A:B:C=কত?
(a) 8:12:15 (b) 6:9:8 (c) 8:12:9 (d) 8:16:9