পাশের চিত্রে ΔABC-এর পরিবৃত্তের কেন্দ্র O এবং \(\angle\)AOC = 110°; \(\angle\)ABC-এর মান হিসাব করে লিখি।


AC চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ \(\angle\)AOB এবং পরিধিস্থ কোণ \(\angle\)ABC

∵একই চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুন

∴\(\angle\)ABC=\(\frac{1}{2}\) প্রবৃদ্ধ \(\angle\)AOC= \(\frac{(360°-110°)}{2} =\frac{250°}{2}\)=125° (Answer)

Similar Questions