2√2 কে কত দিয়ে গুন করলে 4 পাব লিখি ।


ধরি \(x \) দিয়ে গুণ করতে হবে ,

∴ শর্তানুযায়ী, \(2\sqrt{2}×x=4\)

বা, \(x=\cfrac{2√2}{4} = \cfrac{√2}{2} = \cfrac{1}{√2}\)

\(∴ 2√2\) কে \( \cfrac{1}{√2}\) দিয়ে গুন করলে \(4\) পাব ।

Similar Questions