আমাদের পাড়ায় রাস্তার দু-পাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মই-এর গোড়া রেখে যদি মইটিকে দেয়ালে ঠেকানো যায়, তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30° কোণ উৎপন্ন করে। কিন্তু মইটিকে যদি একই জায়গায় রেখে দ্বিতীয় বাড়ির দেয়ালে লাগানো যায়, তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60° কোণ উৎপন্ন করে।
(i) মইটির দৈর্ঘ্য নির্ণয় করি।
(ii) দ্বিতীয় বাড়ির দেয়ালের গোড়া থেকে মইটির গোড়া কত দূরে রয়েছে হিসাব করে লিখি।
(iii) রাস্তাটি কত চওড়া নির্ণয় করি।
(iv) দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করবে নির্ণয় করি।


মনে করি BD রাস্তার দু-পাশে AB এবং CD দুটি বাড়ি আছে । প্রথম বাড়ির গোড়া B বিন্দু থেকে 6 মিটার দূরে O বিন্দুতে মইটির গোড়া রেখে মইটিকে প্রথম বাড়ির দেওয়ালে ঠেকালে তা P বিন্দুতে এবং দ্বিতীয় বাড়িতে ঠেকালে তা Q বিন্দুতে স্পর্শ করে ।
∴PO=6 মিটার এবং ∠POB=30° এবং ∠QOD=60°

∴ত্রিভূজ PBO থেকে ∠POB এর পরিপ্রেক্ষিতে পাই
cos30°=ভূমি/অতিভূজ \(=\frac{BO}{PO}=\frac{6}{PO}\)
বা,cos30° \(=\frac{6}{PO}\)
বা, \(\frac{√3}{2}=\frac{6}{PO}\)
বা, PO \(=\frac{6×2}{√3}=\frac{12×√3}{√3×√3}=\frac{12√3}{3}=4√3\)

আবার OQ=মইয়ের দৈর্ঘ্য=OP=4√3 মিটার
∴ ত্রিভূজ QOD থেকে ∠QOD এর পরিপ্রেক্ষিতে পাই
cos60°=ভূমি/অতিভূজ \(=\frac{OD}{OQ}=\frac{OD}{4√3}\)
বা,cos60° \(=\frac{OD}{4√3}\)
বা, \(\cfrac{1}{2}=\frac{OD}{4√3}\)
বা,OD \(=\frac{4√3}{2}=2√3\)

∆OQD থেকে পাই,
\(\frac{QD}{OD}=tan⁡ 60°\)
বা, \(\frac{QD}{2√3}=√3\)
বা,QD=6

(i)মইটির দৈর্ঘ্য=OP=4√3 মিটার
(ii)দ্বিতীয় বাড়ির গোড়া থেকে মইটির গোড়ার দূরত্ব 2√3 মিটার ।
(iii) রাস্তাটি চওড়া=BD=BO+OD =6+2√3 মিটার=2(3+√3) মিটার।
(iv) দ্বিতীয় বাড়িটির QD=6 মিটার উঁচুতে মইটি স্পর্শ করবে।


Similar Questions