1. অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ — —।
2. অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ।
3. অর্ধবৃত্তাংস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ _____।
4. অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ।
5. অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ।
6. অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ।
7. অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ ----- ।
8. অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ____।
9. যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশষ্য অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ।
10. অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ –
(a) সমকোণ (b) সূক্ষ্মকোণ (c) সরলকোণ (d) স্থূলকোণ।
11. প্রমাণ করো যে,একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান। Madhyamik 2020 , 2009 , 2004
12. দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3 । ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 60° হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ কত হবে তা নির্ণয় করো । Madhyamik 2013
13. কোন সমকোণী ত্রিভুজের অতিভুজটি উহার অবশিষ্ট দই বাহর মধ্যে একটি অপেক্ষা 6 সেমি এবং অন্যটি আপেক্ষা 12 সেমি বেশী। ত্রিভূজটির ক্ষেত্রফল নির্ণয় করো । Madhyamik 2003
14. একটি বৃত্তাংশস্থ সকল কোণের মান ______।
15. প্রমাণ করাে যে অর্ধবৃত্তাকারস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাকারস্থ কোণ সূক্ষ্মকোণ।
16. প্রমাণ করাে, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। Madhyamik 2024
17. একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সর্বদা সমান হবে না।
18. অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ একটি
(a) সূক্ষ্মকোণ (b) স্থূলকোন (c) সমকোণ (d) সরলকোণ
19. 120 মিটার ব্যবধানে অবস্থিত দুটি স্তম্ভের একটির উচ্চতা অন্যটির দ্বিগুণ। যদি উভয়ের পাদবিন্দুর সংযোজক সরলরেখার মধ্যবিন্দু থেকে খুঁটি দুটির মাথার উন্নতিকোণদ্বয় পরস্পরের পূরক হয়, তবে ক্ষুদ্রতর খুঁটিটির উচ্চতা নির্ণয় করো।
20. সাথি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুন অপেক্ষা 6 সেমি বেশি । যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সাথির আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি ।
21. একই বৃত্তাংশস্থ বৃত্তস্ত কোণ--------।
22. একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করো যার স্থূলকোণের মান 120°, ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো।
23. ABC এর \(\angle\) ABC স্থূলকোণ এবং ত্রিভুজটির পরিকেন্দ্র O। \(\angle\)AOB=50° ও \(\angle\)AOC=130° হলে, \(\angle\)BAC= কত?
(a) 30° (b) 35° (c) 40° (d) 45°