1. দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি ______ [সমান / সমানুপাতী] হয় এবং অনুরূপ বাহুগুলি ______ [অসমান / সমানুপাতী] হয়।
2. দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের _____ বাহুগুলি সমানুপাতী হয়।
3. দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের বাহুগুলি ____________সমানুপাতী হয়।
4. যদি দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 64:49 হয়, তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত নির্ণয় করো।
5. দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের____ বাহুগুলি সমানুপাতি হয়।
6. দুটি সদৃশ্যকোণী ত্রিভূজের অনুরূপ বাহুগুলি________ হয়।
7. দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে।
8. দুটি ত্রিভুজ সদৃশকোণী হলে প্রমাণ করাে যে অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবে। Madhyamik 2010 , 2007 , 2003
9. দুটি বহুভুজ সদৃশ হবে যখন বহুভুজের বাহুগুলি ______ এবং কোণগুলি ______ হবে।
10. দুটি সদৃশ ত্রিভুজের দুটি অনুরূপ বাহুর দৈর্ঘ্যের অনুপাত 7:11 হলে, তাদের পরিসীমার অনুপাত _____ ।
11. দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমান হবে।
12. দুটি সদৃশ ত্রিভূজের অনুরূপ বাহুগুলি _____ Madhyamik 2024