সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতাবিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত তা লিখি।


ধরি, নিরেট গোলকের ব্যাস \(2r\) একক ।
\(\therefore\) লম্ব বৃত্তাকার চোঙ ও নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা =\(2r\) একক এবং ভূমির ব্যাসার্ধ \(r\) একক
\(\therefore\) নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত
\(=\pi r^2.2r:\frac{1}{3}\pi.r^2.2r:\frac{4}{3}\pi r^3\)
\(=2\pi r^3:\frac{2}{3}\pi r^3:\frac{4}{3}\pi r^3\)
\(=1:\frac{1}{3}:\frac{2}{3}\)
\(=3:1:2\)

Similar Questions