নীচের তালিকা থেকে একটি বিদ্যালয়ের দশম শ্রেণির 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো:
ছাত্রসংখ্যা471015853
নম্বর30333540434548
Madhyamik 2019


ধরি, কল্পিত গড় \(a=40\)
নম্বর (\(x_i\))ছাত্রসংখ্যা (\(f_i\))\(f_ix_i\)(\(d_i=x_i-a\)) \(d_i=(x_i-40)\)\(f_id_i\)
304120-10-40
337231-7-49
3510350-5-50
40=\(a\)1560000
438344324
455225525
483144824
মোট\(\sum f_i\)=52\(\sum f_ix_i\)=2014\(\sum f_id_i\)=-66
প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নম্বর \(=\cfrac{2014}{52}=38.73\) (প্রায়)

কল্পিত গড় পদ্ধতিতে, গড় নম্বর \(=a+\cfrac{\sum f_id_i}{\sum f_i}\)
\(=40+\cfrac{-66}{52}\)
\(=40-\cfrac{66}{52}\)
\(=(40-1.27)\) (প্রায়)
\(=38.73\) (প্রায়)


Similar Questions






















































প্রাপ্ত নম্বর 50-60 60-70 পরিসংখ্যা 4 8
70-80 80-90 90-100
12 6 10
">