চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে \(r_1\%,r_ 2\%, 2r_3\%\) হয়, তবে \(P\) টাকার \(3\) বছরের শেষে সবৃদ্ধিমূল \(\left( 1+\cfrac{r_1}{100}\right)\left( 1+\cfrac{r_2}{100}\right)\left( 1+\cfrac{r_3}{100}\right)\)
Madhyamik 2023
বিবৃতিটি মিথ্যা ।
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে \(r_1\%,r_ 2\%, 2r_3\%\) হয়, তবে \(P\) টাকার \(3\) বছরের শেষে সবৃদ্ধিমূল \(\left( 1+\cfrac{r_1}{100}\right)\left( 1+\cfrac{r_2}{100}\right)\left( 1+\cfrac{2r_3}{100}\right)\)