1. 0.24,0.6 -সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতী নির্ণয় করি:
2. \(p^3q^2, q^2r\) সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতী নির্ণয় করি:
3. \((x-y)^2,(x^2-y^2)^2\) সংখ্যাগুচ্ছগুলির তৃতীয় সমানুপাতী নির্ণয় করি:
4. \(\cfrac{1}{3},\cfrac{1}{4},\cfrac{1}{5}\) সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতী নির্ণয় করি
5. 9.6 কিগ্রা., 7.6 কিগ্রা., 28.8 কিগ্রা - সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতী নির্ণয় করি
6. \(x^2y, y^2z, z^2x\) সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতী নির্ণয় করি
7. \((p-q), (p^2-q2), p^2-pq+q^2\) সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতী নির্ণয় করি
8. 5 এবং 80 ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতী নির্ণয় করি
9. 8.1 এবং 2.5 ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতী নির্ণয় করি
10. \(x^3y\) এবং \( xy^3\) ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতী নির্ণয় করি
11. \((x-y)^2, (x+y)^2\) ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্য সমানুপাতী নির্ণয় করি
12. 5টি ক্রমিক সমানুপাতী সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে, পঞ্চমটি নির্ণয় করি ।
13. 23,30,57 এবং 78-এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে নির্ণয় করি ।
14. p,q,r,s-এর প্রত্যেকটির থেকে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি সমানুপাতী হবে নির্ণয় করি ।
15. \(x,12,y,27\) ক্রমিক সমানুপাতী হলে, \(x\) ও \(y\)-এর ধনাত্মক মান নির্ণয় করি।