ত্রিভুজ ABC এর AD, BC এর উপর লম্ব এবং AD\(^2\)=BD.DC। প্রমাণ করো \(\angle\)BAC সমকোণ।
\(\triangle\)BDA ও \(\triangle\)ADC এর মধ্যে
\(\angle\)BDA = \(\angle\)ADC = 90° [\(\because\) AD \(\bot\) BC]
এবং AD\(^2\)=BD.DC
অর্থাৎ \(\frac{BD}{AD}=\frac{AD}{DC}\)
\(\therefore \triangle\)BDA ও \(\triangle\)ADC সদৃশ।
[যেহেতু দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের
সমান হলে এবং কোণগুলির ধারক বাহুগুলি সমানুপাতী হলে,
ত্রিভুজদ্বয় সদৃশ হয়]
সুতরাং, \(\angle\)CAD = \(\angle\)ABD এবং \(\angle\)BAD= \(\angle\)ACD
\(\therefore \angle\)CAD+ \(\angle\)BAD =\(\angle\)ABD+ \(\angle\)ACD
বা, \(\angle\)BAC =\(\angle\)ABD+ \(\angle\)ACD
বা, \(\angle\)BAC+\(\angle\)BAC =\(\angle\)ABD+ \(\angle\)ACD+\(\angle\)BAC
বা, 2\(\angle\)BAC= 180°
\(\therefore \angle\)BAC = 90°
অর্থাৎ, \(\triangle\)ABC একটি সমকোণী ত্রিভুজ যার \(\angle\)BAC সমকোণ।