একটি বৃত্তের ভিতর যে-কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম জ্যা কোনটি হবে তা প্রমাণ করে লিখি ।


ধরি, O কেন্দ্রীয় বৃত্তের মধ্যস্থ P একটি যেকোনো বিন্দু ।
P বিন্দু দিয়ে AB একটি জ্যা, যখন P, AB এর মধ্যবিন্দু এবং P বিন্দু দিয়ে অপর একটি জ্যা CD

অঙ্কনঃ CD এর ওপর OQ লম্ব অঙ্কন করা হল ।

প্রমানঃ সমকোণী \(\triangle\)OPQ এর OP অতিভূজ
\(\therefore\) OP\(\gt\)OQ
যেহেতু, বৃত্তের কেন্দ্র থেকে দূরবর্তী জ্যা ক্ষুদ্রতম হয়,
\(\therefore\) AB\(\lt\)CD

\(\therefore\) অর্থাৎ, কোনো বিন্দু দিয়ে অঙ্কিত জ্যাটি ক্ষুদ্রতম হবে, যখন ঐ বিন্দুটি জ্যা-টির মধ্যবিন্দু হবে ।

Similar Questions