একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ \(65°\) এবং দ্বিতীয়টির পরিমাপ \(\cfrac{π}{12}\) ; তৃতীয় কোণটির ষষ্টিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি।


দ্বিতীয় কোণটির মান \(=\cfrac{π}{12}=\cfrac{180°}{12}=15°\)

∴তৃতীয় কোণটির মান \(=180°-(65°+15°)\)
\(=180°-80°\)
\(=100°\)

\(∵180°=π\) রেডিয়ান
\(∴100°=\cfrac{π}{180}×100\) রেডিয়ান \(=\cfrac{5π}{9}\) রেডিয়ান

∴তৃতীয় কোণটির ষষ্টিক মান \(100°\) এবং বৃত্তীয় মান \(\cfrac{5π}{9}\) রেডিয়ান ।

Similar Questions