\(x^2+bx+12=0\) এবং \(x^2+bx+q=0\) সমীকরণদ্বয়ের একটি বীজ \(2\) হলে, \(q\) এর মান লিখি ।


\(x^2+bx+12=0\) সমীকরনে \(x=2\) বসিয়ে পাই
\(2^2+2b+12=0\)
বা, \(2b+16=0 \)
বা, \(b=-\cfrac{16}{2}=-8\)

আবার\( x^2+bx+q=0\) সমীকরনে \(x=2\) এবং \(b=-8\) বসিয়ে পাই
\(2^2-8×2+q=0\)
বা, \(4-16+q=0\)
বা, \(q=12\) (Answer)


Similar Questions