একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি।
ধরি,গ্রামবাসীর সংখ্যা \(N\) এবং দিনসংখ্যা \(D\)
যেহেতু মোট কাজের পরিমান স্থির রেখে,গ্রামবাসী সংখ্যা
বাড়ালে (কমালে) দিনসংখ্যা কমবে (বাড়বে) ।
সুতরাং \(N\) এবং \(D\) ব্যস্তভেদে আছে ।
সুতরাং, \(N∝\cfrac{1}{D}\)
\(∴N=\cfrac{k}{D} \) [\(k\)=অশূন্য ভেদ ধ্রুবক]
\(N=50\) হলে, \(D=18\)
সুতরাং, \(50= \cfrac{k}{18}\)
বা, \(k=900\)
\(∴ N=\cfrac{900}{D}-----(i)\)
\(∴(i)\) নং সমীকরনে \(D=15\) বসিয়ে পাই
\(N=\cfrac{900}{15}=60\)
∴আরও অতিরিক্ত লোক লাগবে (60-50)জন=10 জন।