একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি.। এই বৃত্তে 5.5 সেমি. দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি।
বৃত্তের পরিধি \(=2πr=2×\cfrac{22}{7}×28\) সেমি \(=176\) সেমি ।
আমরা জানি বৃত্তের পরিধি দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের
মান \(=2π\) রেডিয়ান ।
\(∴176\) সেমি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোনের মান
\(2π\) রেডিয়ান ।
\(∴5.5\) সেমি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোনের মান \(=\cfrac{2π×5.5}{176} \) রেডিয়ান \(=\cfrac{π}{16}\) রেডিয়ান (Answer)