\(k\) -এর কোন মানের জন্য \(7x^2+kx-3=0\) দ্বিঘাত সমীকরণের একটি বীজ \(\cfrac{2}{3}\) হবে হিসাব করে লিখি ।
\(7x^2+kx-3=0\) দ্বিঘাত সমীকরণে \(x=\cfrac{2}{3}\) বসিয়ে পাই,
\(7(\cfrac{2}{3})^2+k\cdot \cfrac{2}{3}-3=0\)
বা, \(7\cdot \cfrac{4}{9}+\cfrac{2k}{3}-3=0\)
বা, \(\cfrac{2k}{3}=3-\cfrac{28}{9}=\cfrac{27-28}{9}=-\cfrac{1}{9}\)
\(\therefore k=-\cfrac{1}{\cancel9 3}\times \cfrac{\cancel3}{2}=-\cfrac{1}{6}\)