28 সেমি দৈর্ঘ্যের ব্যাসবিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমান জল অপসারিত করবে তা নির্ণয় করি ।
নিরেট গোলকটির ব্যাসার্ধ \((r)=\cfrac{28}{2}\) সেমি \(=14\) সেমি
নিরেট গোলক দ্বারা অপসারিত জলের পরিমান
=নিরেট গোলকটির আয়তন \(=\cfrac{4}{3} πr^3\) ঘন সেমি
\(=\cfrac{4}{3}×\cfrac{22}{7}×(14)^3\) ঘন সেমি
\(=\cfrac{4×22×14×14×14}{3×7}\) ঘন সেমি
\(=\cfrac{34496}{3}\) ঘন সেমি \(=11498\cfrac{2}{3}\) ঘন সেমি
∴গোলকটি \(11498\cfrac{2}{3} \) ঘন সেমি জল অপসারিত করবে ।