1. 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার ______ । Madhyamik 2023
2. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ-আসলের\(\frac{2}{5}\) অংশ হবে তা নির্ণয় করি।
3. বার্ষিক 10% সরল সুদের হারে কিছু টাকার 5 বছরের সুদ x টাকা হলে,আসলের পরিমাণ
(a) 2x টাকা (b) 4x টাকা (c) 10x টাকা (d) 20x টাকা
4. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করো।
5. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদে আসলে হলো \(\left(2p+\cfrac{prt}{100}\right)\) টাকা । Madhyamik 2020
6. একই সরল সুদের হারে 1200 টাকা 4 বছরের জন্য এবং 2000 টাকা 3 বছরের জন্য কোনো ব্যাঙ্কে রাখা হল । মোট সুদের পরিমান 594 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত ? Madhyamik 1982
7. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার \(10\) বছরের সুদ,সুদ-আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
8. অমলবাবু তাঁর 13 বছর ও 15 বছরের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করে যান যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরলসুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলের বরাদ্দ টাকার পরিমাণ কি হবে?
9. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
10. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনাে টাকার \(6\) বছরের সুদ আসলের \(\cfrac{18}{25}\) অংশ হবে?
11. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ ______।
12. জয়ন্তবাবু একটি মাসিক প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা দেন। বার্ষিক সরল সুদের হার 5% হলে বছরের শেষে জয়ন্তবাবু সুদে-আসলে কত টাকা পাবেন?
13. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 100 টাকা জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন।
14. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\)অংশ হবে।
15. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে তাহা নির্ণয় করো। Madhyamik 2023
16. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে-আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ।
17. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\frac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করি ।
18. ফতিমাবিবি একটি মাসিক সঞ্জয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে এক বছর টাকা জমা রাখলেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয়, তাহলে বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা পাবেন হিসাব করি।
19. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান হিসাব করে লিখি ।
20. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার \(1\cfrac{1}{2}\)বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ-আসল নির্ণয় করি ।
21. বার্ষিক 6% সরল সুদের হারে কিছু টাকার 5 মাসের সুদ \(\cfrac{x}{10}\) টাকা হলে আসল হবে
22. বার্ষিক 6% সরল সুদের হারে 5 বছরের সুদের পরিমান 75 টাকা হলে আসলের পরিমান-
(a) 200 টাকা (b) 250 টাকা (c) 300 টাকা (d) 325 টাকা
23. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোন টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
24. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়।
25. রেখাদিদি অবসর নেবার সময় 100000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে রেখে প্রতিবছর সুদ বাবদ 5400 টাকা পান। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন?
26. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরের সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ _____ টাকা হবে । Madhyamik 2018
27. বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা । Madhyamik 2019
28. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
29. বিমলকাকু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
30. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। Madhyamik 2022
31. 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হলে, বার্ষিক সরল সুদের হার __।
32. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে-আসলে 1248 টাকা এবং 4 বছরে সুদে-আসলে 1056 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
33. কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো।
34. বার্ষিক \(\cfrac{a}{5}\)% সরল সুদের হারে \(a^2\) টাকার \(\cfrac{a}{3}\) বছরের সুদ এই টাকা হলে \(\cfrac{a^3}{60}\) এর মান কত?
35. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা \(1\cfrac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদআসল নির্ণয় কর।
36. 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি আসল 12,100 টাকা হলে বার্ষিক সুদের হার –
(a) 9% (b) 10% (c) 11% (d) 12%
37. বার্ষিক সরল সুদের হার কত হলে 140 টাকার 5 বছরের সুদ 63 টাকা হবে?
(a) 9% (b) 10% (c) 6% (d) 5%
38. কোনাে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক 5% হারে 8 বছরের সুদ, বার্ষিক 7% হারে 4 বছরের সুদের থেকে 246 টাকা। বেশি হলে আসলের পরিমাণ কত?
(a) 5020 টাকা (b) 2000 টাকা (c) 2050 টাকা (d) 2005 টাকা
39. বার্ষিক 15% সুদের হারে কোনাে আসলের 2 বছরের সরল সুদ 160 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 205 টাকা (b) 172 টাকা (c) 200 টাকা (d) কোনােটিই নয়
40. 1400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 87.50 টাকা হলে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?
(a) 10% (b) 25% (c) 20% (d) 15%
41. কোনাে আসলের বার্ষিক 18% সুদের হারে 2 বছরের সরল সুদ 800 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 672 টাকা (b) 872 টাকা। (c) 560 টাকা। (d) 730 টাকা।
42. 700 টাকার 3 বছরের সরল সুদ 210 টাকা হলে বার্ষিক সুদের হার কত ?
43. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করাে।
44. অনিলবাবু তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কি?
45. বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে।
46. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথমদিন 1000 টাকা করে জমা করে। ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 5% হলে, 6 মাস শেষে সুদে-আসলে কত হবে।
47. জয়ন্তবাবু একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1500 টাকা করে জমা করেন। ব্যাঙ্কে বার্ষিক সরল সুদের হার 4% হলে বছরের শেষে তিনি সুদসহ কত টাকা পাবেন?
48. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স। 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান। হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করাে।
49. ঈশান একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতিমাসের প্রথমদিনে 1000 টাকা করে জমা দেয়। বার্ষিক সরল সুদের হার 5% হলে, 9 মাস শেষে সুদে-আসলে ঈশান কত টাকা পাবে?
50. কোনাে নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1020 টাকা হলে, মূলধনের পরিমাণ ও বার্ষিক সরলসুদের হার নির্ণয় করাে।
51. বার্ষিক 10% হারে 200 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা।
52. বিমলবাবু তাঁর 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাঙ্কে বার্ষিক 5% সরল সুদের হার এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তাঁর ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন তা নির্ণয় করাে।
53. রােকেয়া এই শর্তে ব্যাঙ্ক থেকে লােন নেয় যে, সে প্রতি দুই বছর অন্তর বার্ষিক 10% সরল সুদের হারে সুদ এবং আসলের \(\frac{1}{5}\) অংশ পরিশােধ করবে। দুই বছর বাদে প্রথম কিস্তি বাবদ যদি 10,000 টাকা শােধ করে থাকে, তাহলে সে কত টাকা ধার করেছিল তা নির্ণয় করাে।
54. 425 টাকার 3 বছরের সরল সুদ 51 টাকা হলে বার্ষিক সুদের হার _____
55. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃত্তি হার সুদে 16000 টাকার 1\(\frac{1}{2}\) বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সুদ-আসল নির্ণয় করো।
56. কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা ও 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
57. আসলামচাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
58. বার্ষিক \(\cfrac{r}{2}\%\) সরল সুদের হারে \(2p\) টাকার \(t\) বছরের সুদ-আসল \((2p+\)___\()\) টাকা ।
59. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করি।
60. বিমলকাকু তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 187500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে-আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং | মেয়ের জন্য ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি।
61. জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1000 টাকা করে জমা করে। ব্যাংকে | বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে-আসলে কত টাকা পাবে হিসাব করি।
62. বার্ষিক 7.5% সুদের হারে 12000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি ।
63. 10000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি ।
64. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
65. কোনো নির্দিষ্ট পরিমান মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে, মূলধনের পরিমান ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
66. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমান ________।
67. বার্ষিক r% সরল সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ, আসলের \(\cfrac{r}{100}\)
68. বার্ষিক 3% সরল সুদের হারে 5 বছরে সুদে আসলে 966 টাকা হলে, আসল হবে
(a) 480 টাকা (b) 408 টাকা (c) 404 টাকা (d) 840 টাকা
69. সুদের হার কত হলে কোনো টাকার 2 বছরের সুদ, আসলের \(\cfrac{1}{4}\) অংশ হবে?
(a) 10% (b) 12.5% (c) 15% (d) 25%
70. কোনো আসলের বার্ষিক সরল সুদের পরিমান তার \(\cfrac{1}{9} \) অংশ হলে 4 বছরে কত টাকার সবৃদ্ধিমূল 1326 টাকা হবে?
(a) 1080 টাকা (b) 1120 টাকা (c) 918 টাকা (d) 750 টাকা
71. কিছু পরিমাণ টাকা বার্ষিক সরলসুদের হারে ৪ বৎসরে সুদে আসলে 700 টাকা দাঁড়ায় এবং এই সময়ে সুদের পরিমাণ আসলের 40% হয়। মূলধনের পরিমান হবে
(a) 500 টাকা (b) 400 টাকা (c) 600 টাকা (d) 300 টাকা
72. বার্ষিক সুদের হারে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক ।
73. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
74. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তত 80 টাকা হবে ? Madhyamik 2017 , 2010
75. নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সরল সুদ হলে 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি । Madhyamik 2018
76. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো । Madhyamik 2019
77. যদি 6 মাস অন্তর সুদ, আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকার 1\(\frac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2019
78. কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5 : 6, হলে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো । Madhyamik 2020
79. একজন কৃষক গ্রামের পোষ্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন । 4 বছর পর জানতে পারলেন তাঁর টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকার \(\frac{6}{25}\) অংশ সুদ হিসাবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পােস্ট অফিস বার্ষিক কী হারে সরল সুদ দিয়েছে? Madhyamik 2014
80. বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ, আসলের \(\frac{1}{4}\) অংশ হবে ? Madhyamik 2014 , 2005
81. 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 408 টাকা হলে, বার্ষিক সুদের হার কত? Madhyamik 2013
82. এক ব্যক্তি 28,000 টাকা তাঁর 13 বছরের ছেলে ও 15 বছরের মেয়ের জন্য এরূপ নির্দেশ দিয়ে গেলেন যে, 18 বছর বয়সে তাদের নিজ নিজ বন্টনের উপর বার্ষিক 10% সরল সুদে প্রাপ্য টাকা সুদে-আসলে সমান হবে। তাদের প্রত্যেকের জন্য বন্টিত টাকার পরিমান নির্ণয় করো । Madhyamik 2008
83. A বার্ষিক 6% হার সরল সুদে B এর কাছ থেকে 960 টাকা ধার নিলো এই শর্তে যে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4 টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে । প্রথম 3 কিস্তির প্রত্যেকটিতে কেবল আসলের \(\cfrac{1}{4}\) অংশ করে দেবে এবং শেষ কিস্তিতে আবশিষ্ট আসল ও মোট সুদ দেবে । চতুর্থ বছরের শেষে A কত টাকা দেবে ? Madhyamik 2005
84. কোনো টাকা সরল সুদে 3 বছরে সুদে আসলে 944 টাকা হয়। সুদের হার 25% বৃদ্ধি করিলে ঐ টাকা একই সময়ে সুদে আসলে 980 টাকা হয়। টাকার পরিমান ও সুদের হার নির্ণয় কর । Madhyamik 2001
85. এক ভদ্রলোক তাঁহার সঞ্চয়ের একটি অংশ ব্যাঙ্কে এবং বাকী অংশ পোষ্ট অফিসে সরল সুদে জমা রাখেন । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসের সরল সুদের হার যথাক্রমে 10% এবং 8% এবং তাহার মোট সঞ্চয়ের পরিমান 57000 টাকা । যদি তিনি সব টাকা ব্যাঙ্কে রাখিতেন, তা হলে তিনি আরো 500 টাকা বেশি পেতেন । পোষ্ট অফিস ও ব্যাঙ্কে তার জমা টাকার পরিমান কত ছিল ? Madhyamik 2002
86. বার্ষিক কত হার সুদে 900 টাকার 4 বছরের সুদ 720 টাকার 5% হারে 6 বছরের সুদের সমান হবে ? Madhyamik 1980
87. 1 বছরের আসল ও সুদ- আসলের অনুপাত ৪:9 হলে বার্ষিক সরল সুদের হার হবে 5%
88. বার্ষিক 5% সরল সুদের হারে \(x\) টাকার মাসিক সুদ 1 টাকা হলে \(x\)-এর মান –
(a) 200 টাকা (b) 220 টাকা (c) 240 টাকা (d) 260 টাকা
89. রাজু, অজয়কে 2 বছরের জন্য 400 টাকা এবং মনোজকে 4 বছরের জন্য 100 টাকা ধার দিল এবং দুজনের কাছ থেকে সমষ্টিগত ভাবে মোট সুদ হিসাবে 60 টাকা পেল । বার্ষিক সরল সুদের হার কত ?
90. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় কর।
91. কোনো ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে এক ব্যক্তি বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি, 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে ব্যক্তিটি সুদে-আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করো।
92. 400 টাকার 5 বছরের সুদ এবং 600 টাকার 4 বছরের সুদ একত্রে 132 টাকা। সুদের হার উভয় ক্ষেত্রে একই হলে,সুদের হার নির্ণয় করাে।
(a) 3% (b) 5% (c) 7% (d) 9%
93. 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত ৪: 9 হলে বার্ষিক সরল সুদের হার 12.5%
94. 400 টাকার 2 বছরের মূলচক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
95. যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 4% এবং দ্বিতীয় বছর 5% হয়, তবে 25,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো।
96. নির্দিষ্ট পরিমাণ টাকার, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে -- বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পরিমাণ সমান হবে।
97. কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধিমূল 560 টাকা হলে, ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
98. 8000 টাকার প্রথম ও দ্বিতীয় বছরের বার্ষিক সুদের হার যথাক্রমে 9% ও 10% হলে, 2 বছর পরে সুদেমূলে হবে
(a) 9295 টাকা (b) 9952 টাকা (c) 9259 টাকা (d) 9592 টাকা
99. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করাে।
100. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত?
101. 10% বার্ষিক সুদের হারে 100 টাকার 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে –
(a) 10:11 (b) 11:10 (c) 20:21 (d) 21:20
102. বিমলবাবু তাঁর 13 বছরের ছেলে এবং 15 বছরের মেয়ের জন্য 5,600 টাকা ব্যাঙ্কে 10% সরল সুদের হারে এমনভাবে জমা রাখলেন যাতে, উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে ও মেয়ের জন্য ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন।
103. আসল \(= p\) টাকা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে \(r_1\%, r_2\%\) এবং \(r_3\%\) হলে \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
104. 6 মাস অন্তর সুদ দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 2,400 টাকার 1\(\cfrac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় কর।
105. 5640 টাকার বার্ষিক 7% সরল সুদের হারে 5 বছরের সুদ-
(a) 2074 টাকা (b) 1974 টাকা (c) 1900 টাকা (d) 744 টাকা
106. বার্ষিক সুদের হার 5% এবং সুদ 4 মাস অন্তর দেয় হলে, 4800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
(a) 254 টাকা (b) 244.02 টাকা (c) 444.02 টাকা (d) 344 টাকা
107. বার্ষিক 10% হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 60 টাকা (c) 70 টাকা (d) 7 টাকা
108. বার্ষিক 5% সুদের হারে 2100 টাকার 3 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 13 টাকা (c) 16.01 টাকা (d) কোনােটিই নয়
109. কোনো টাকার বার্ষিক 8% সুদের হারে 2 বছরের সরল সুদ 850 টাকা হলে, ওই একই সময়ের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 1684 টাকা (b) 984 টাকা (c) 884 টাকা (d) কোনােটিই নয়
110. সুদীপবাবু 7800 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 5%, 4%, 10% ও 12% হলে, 4 বছর পর 7800 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 10,493.68 টাকা (b) 10,000 টাকা (c) 14,936 টাকা (d) কোনােটিই নয়
111. কিছু পরিমাণ টাকার 20% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরলসুদের পার্থক্য 800 টাকা হলে, আসল কত?
(a) 5250 টাকা (b) 8650 টাকা (c) 6250 টাকা (d) কোনােটিই নয়
112. বার্ষিক 8% সুদের হারে 1950 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 18 টাকা (b) 12.48 টাকা (c) 48.12 টাকা (d) 24 টাকা
113. বার্ষিক 20% সুদের হারে কত টাকার 3 বছরের সুদ ও সরলসুদের পার্থক্য 1024 টাকা ?
(a) 2800 টাকা (b) 1100 টাকা (c) 8000 টাকা (d) 3000 টাকা
114. 14,400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 19,600 হলে, বার্ষিক সুদের হার-
(a) 15% (b) 16\(\cfrac{2}{3}\)% (c) 15\(\cfrac{2}{3}\)% (d) 17%
115. বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোন মূলধনের এক বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় বেশি।
116. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর ৪০ টাকা হবে তা নির্ণয় করাে।
117. কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও ৪69.40 টাকা হলে ঐ মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত?
118. 5 বছরের মােট সুদ আসলের \(\cfrac{1}{5}\)অংশ হলে, বার্ষিক সরল সুদের হার-
(a) 4% (b) 5% (c) 10% (d) 25%
119. \(a\) টাকার \(b\) মাসের সরল সুদ \(c\) টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার হবে
(a) \(\cfrac{1200a}{bc}\%\) (b) \(\cfrac{1200c}{ab}\%\) (c) \(\cfrac{100b}{ac}\%\) (d) \(\cfrac{100ac}{ab}\%\)
120. কোনাে ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি ৪,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে ব্যাঙ্ক থেকে কত টাকা পাবেন?
121. 1 বছরে আসল ও সুদ-আসলের অনুপাত ৪:9 হলে বার্ষিক সরল সুদের হার _____।
122. 100 টাকা 1 বছরের সুদ 1 টাকা এবং 1 টাকার। বছরের সুদ 1 পয়সা হলে উভয় ক্ষেত্রে সুদের হার একই হয়।
123. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 10 টাকা হবে তা নির্ণয় করাে।
124. সুদ 6 মাস অন্তর দেয় হলে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হলাে -
(a) 50 টাকা (b) 25 টাকা (c) 75 টাকা (d) 0 টাকা
125. চক্রবৃদ্ধি সুদের পর্ব 1 বছর হলে, কিছু পরিমাণ টাকার 1 বছরের সরল সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হবে।
126. এক ব্যাক্তি বার্ষিক 12% সরলসুদের হারে 2,40,000 টাকা ধার নিয়ে একটি বাড়ি তৈরি করেন। টাকা ধার নেওয়ার 1 বছর পর প্রতি মাসে 5200 টাকায় বাড়ি ভাড়া দেন। ঋণ নেওয়ার কত বছর পর বাড়ির ভাড়ার টাকা জমিয়ে সুদে আসলে সমস্ত ঋণ শােধ করবেন?
127. বার্ষিক 5:5% সরল সুদের হারে 500 টাকার 5 বছরের সুদ 110 টাকা
128. বার্ষিক 6\(\frac{1}{4}\)% সরল সুদের হারে 800 টাকার 6 বছরের সুদ
(a) 300 টাকা (b) 240 টাকা (c) 250 টাকা (d) কোনােটিই নয়
129. 6500 টাকার বছরের সমূল চক্রবৃদ্ধি 7865 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করাে।
130. বিমলকাকু তার 13 ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে ভাগ করে ব্যাঙ্কে রাখলেন যে তাদের বয়স যখন 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল এর পরিমাণ সমান হবে। তিনি কার নামে কত টাকা জমা রেখেছিলেন।
131. বার্ষিক শতকরা 12% সরলসুদের হারে কত টাকার মাসিক সুদ 100 টাকা হবে।
132. বার্ষিক 4% হারে কোনও মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অস্তর ৪0 টাকা। মূলধন নির্ণয় করো।
133. যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়। তবে শতকরা বার্ষিক সরল সুদের হার কত?
134. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের' হার নির্ণয় করো।
135. যদি কোনও বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 'অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে?
136. 1 বছরের আসল ও সবৃদ্ধিমূলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার 12.5%
137. বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ, আসলের \(\cfrac{1}{4}\) অংশ হবে?
138. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় করো।
139. রেখাদিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাঙ্কে ভাগ করে জমা দিলেন। একটি ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাঙ্কটির বার্ষিক সরল সুদের হার 7%, 2 বছর পরে তিনি সুদ বাবদ 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন?
140. দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যাবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি ।
141. 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি ।
142. উৎপলবাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে-আসলে তাঁকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি।
143. রেখাদিদি তার সঞ্চিত অর্থের 10000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%; 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি।
144. কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে-আসলে কত টাকা পাবেন নির্ণয় করি।
145. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করি ।
146. বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80000 টাকার \(2\cfrac{ 1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তা হিসাব করে লিখি ।
147. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি ।
148. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় করি ।
149. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে হিসাব করে লিখি।
150. কোনাে মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে, ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি।
151. \(1\) বছরে আসল ও সুদ-আসলের অনুপাত \(8:9\) হলে বার্ষিক সরল সুদের হার _____ ।
152. 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয়, নির্ণয় কর । Madhyamik 2024
153. কিছু টাকা 3 বছরের সরল সুদ সহ 944 টাকা হয়। যদি বার্ষিক সুদের হার 25% বৃদ্ধি পায়, তবে একই সময়ে ওই টাকা সুদে-মূলে 980 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো।
154. বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাঙ্কে জমা রাখেন। 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন যেখানে আসল, সুদ-আসল থেকে 12,500 টাকা কম?
155. সুদের পর্ব 6 মাস হলে 10,000 টাকার \(1\cfrac{1}{2}\)বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, দ্বিতীয় পর্বে 20% এবং তৃতীয় পর্বে 40%?
156. বার্ষিক x% হারে সরল সুদে 12y টাকার 10 মাসের সুদ-আসল----- ।
157. বার্ষিক, \(r\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(20,000\) টাকার \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি \(26,620\) হলে \(r\) এর মান নির্ণয় করো।
158. কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে ৪ বছরে সুদে-আসলে 7,400 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে, মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো।
159. বার্ষিক \(\cfrac{a}{5}\)% সরল সুদের হারে \(a^2\) টাকা \(\cfrac{a}{3}\) বছরের সুদ\(\cfrac{a^3}{60}\)হলে \(a \)এর মান নির্ণয় করো।
160. বার্ষিক r% সুদের হারে P টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ -------- টাকা।
161. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা –
(a) 120 টাকা (b) 200 টাকা (c) 240 টাকা (d) 20 টাকা
162. \(x%\) বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের \(x\) বছরে সুদ \(x\) টাকা হলে মূলধনের পরিমাণ –
(a) \(x\) টাকা (b) \(100x\) টাকা (c) \(\cfrac{100}{x}\) টাকা (d) \(\cfrac{100}{x^2}\) টাকা
163. বার্ষিক \(r\%\) সরল সুদের হারে কোনো মূলধনের \(n\) বছরে মোট সুদ \(\cfrac{pnr}{25}\) টাকা হলে, মূলধনের পরিমাণ –
(a) \(2p\) টাকা (b) \(4p\) টাকা (c) \(\cfrac{p}{2}\) টাকা (d) \(\cfrac{p}{4}\) টাকা
164. কোনো আসলের 5 বছরের সুদ আসলের \(\cfrac{1}{4}\) অংশ হলে বার্ষিক সুদের হার
(a) 5% (b) 10% (c) 15% (d) 20%
165. x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরে সুদ x টাকা হলে, মূলধনের পরিমাণ -
166. বছরে আসল এবং সুদ-আসলের অনুপাত ৪:9 হলে বার্ষিক সরল সুদের হার কত?
(a) 12\(\cfrac{1}{2}\)% (b) 15\(\cfrac{1}{2}\)% (c) 12% (d) 15%
167. বার্ষিক 10% সরল সুদের হারে a টাকার b মাসের সুদ –
(a) \(\cfrac{ab}{100}\) টাকা (b) \(\cfrac{ab}{120}\) টাকা (c) \(\cfrac{ab}{1200}\) টাকা (d) \(\cfrac{ab}{10}\) টাকা
168. 4000 টাকার 4 বছরের সুদ 1600 টাকা হলে, সুদের হার কত?
(a) 5% (b) 10% (c) 12\(\cfrac{1}{2}\)% (d) 15%
169. কত টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 1 দিনের সুদ 1 টাকা হবে?
(a) 7300 টাকা (b) 1825 টাকা (c) 3650 টাকা (d) 10950 টাকা
170. বার্ষিক 5% সরল সুদের হারে 6000 টাকার সুদ 1500 টাকা হতে কত বছর লাগবে?
(a) 3 বছর (b) 30 বছর (c) 5 বছর (d) 15 বছর
171. বার্ষিক 4% সরল সুদের হারে কত টাকা 5 বছরে সুদে-আসলে 360 টাকা হবে?
(a) 300 টাকা (b) 320 টাকা (c) 280 টাকা (d) 340 টাকা
172. বার্ষিক সরল সুদের হার কত হলে 6 বছরে আসলের 75% বৃদ্ধি পাবে-
(a) 8% (b) 20% (c) 12.5% (d) 15%
173. সময় ও বার্ষিক সরল সুদের হার সমান হলে, বার্ষিক কত সুদের হারে, আসলের \(\cfrac{1}{25}\) অংশ সুদ হবে ?
(a) 25% (b) 10% (c) 2% (d) 2.5%
174. বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকা সুদে আসলে \(\cfrac{7}{5}\) গুন হবে ?
(a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর
175. বার্ষিক সুদের হার 10% থেকে বেড়ে 12% হলে প্রাপ্ত সুদের পরিমান 200 টাকা বেড়ে যায়, তবে আসলের পরিমান কত ছিল ?
(a) 5000 টাকা (b) 10000 টাকা (c) 12000 টাকা (d) 20000 টাকা
176. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, কত বছরে 144 টাকার সুদ 25 টাকা হবে ?
(a) 4 বছর (b) \(4\cfrac{1}{6}\) বছর (c) 6 বছর (d) \(6\cfrac{1}{4}\) বছর
177. সুদের হার 5% বাড়লে 4000 টাকার সরল সুদের পরিমান 800 টাকা বাড়ে। সময়ের পরিমান কত ?
178. এক ব্যক্তি কোনো ব্যাঙ্কে 10% হারে 5 বছরের জন্য দুটি আলাদা অর্থ রেখে মেয়াদের শেষে 2500 টাকা সুদের পার্থক্য পান। আসলের পার্থক্য কত ছিল ?
(a) 2000 টাকা (b) 5000 টাকা (c) 10000 টাকা (d) 4000 টাকা
179. এক ব্যক্তি একটি ব্যাঙ্কে দুটি আলাদা খাতে 5000 টাকা যথাক্রমে 8 বছর ও 10 বছরের জন্য রাখলেন। সুদের হার 8% হলে সুদের পার্থক্য কত ?
(a) 400 টাকা (b) 600 টাকা (c) 800 টাকা (d) 1200 টাকা
180. একই সরল সুদের হারে কোনো আসল 5 বছরে সুদে-আসলে 7000 টাকা এবং 8 বছরে সুদে-আসলে 8200 টাকা । সুদের হার কত ?
(a) 4% (b) 6% (c) 8% (d) 10%
181. বার্ষিক শকতরা কত হার সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সবৃদ্ধিমূলের \(\cfrac{2}{5}\) অংশ হবে?
(a) \(6\frac{1}{3}\%\) (b) \(6\%\) (c) \(6\frac{2}{3}\%\) (d) \(2\frac{1}{6}\%\)
182. একই হারে 850 টাকার 3 বৎসরের সুদ এবং 1250 টাকার 4 বৎসরের সুদ একত্রে 302 টাকা হলে বার্ষিক সুদের হার হবে
(a) 3% (b) 5% (c) 7% (d) কোনোটিই নয়
183. কিছু পরিমান আসল 15 বছরে সরল সুদ হারে তিনগুন হলে বার্ষিক সরল সুদের হার হবে -
(a) \(13\frac{1}{3}\%\) (b) \(12\frac{1}{3}\%\) (c) \(11\frac{1}{3}\%\) (d) \(10\frac{1}{3}\%\)
184. 4% হারে 1250 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত ?
(a) 8 টাকা (b) 4 টাকা (c) 3 টাকা (d) 2 টাকা
185. কোনো টাকার 4% হারে 2 বছরের সরল সুদ 80 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত ?
(a) 91.60 টাকা (b) 81.60 টাকা (c) 71.60 টাকা (d) 80 টাকা
186. 6% বার্ষিক সরল সুদের হারে \(x\) টাকার সুদ কত বছরে \(\cfrac{9x}{25}\) টাকা হবে তা নির্ণয় করো।
(a) 6 বছর (b) 8 বছর (c) 10 বছর (d) 12 বছর
187. একজন ব্যাঙ্কে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেল 121 টাকা। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
188. কোনও নির্দিষ্ট পরিমাণ আসলের একই সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের সরলসুদ অপেক্ষা বেশি।
189. কোনো মূলধনের বার্ষিক শতকরা সুদের হারে —— বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান । Madhyamik 2017
190. বার্ষিক সরল সুদের হার \(4\%\) থেকে \(3\frac{3}{4}\%\) হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয় । ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো । Madhyamik 2018
191. আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে । যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2018
192. আসল : 1 বছরের সুদ-আসল = 20 : 21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত ? Madhyamik 2015
193. কোনাে মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যথাক্রমে 4.000 টাকা এবং 4,100 টাকা। ওই মূলধন ও সুদের হার নির্ণয় করাে। Madhyamik 2011
194. একই হারে কোনাে আসলের দুই বছরের সরল সুদ ও এক বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 800 টাকা ও 820 টাকা। আসল ও সুদের হার নির্ণয় করো । Madhyamik 2009
195. কোনো আসল 3 বছরে সুদেমূলে 6325 টাকা এবং 4\(\cfrac{1}{2}\) বছরে সুদেমূলে 6737.50 টাকা হলে সুদের হার ও আসল নির্ণয় করো । Madhyamik 2009
196. এক কৃষক একটি কৃষি সমবায় সমিতি থেকে 25000 টাকা ঋণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25000 টাকার মধ্যে 15000 টাকা পরিশোধ করেন। তাঁর সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করেন ? Madhyamik 2007
197. একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদেমূলে 1056 টাকা এবং 7 বছরে সুদেমুলে 1248 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো । Madhyamik 2006 , 2003
198. একজন চাষী প্রতিমাসের প্রথম দিনে পোস্ট-অফিসে 100 টাকা করে জমা দেন । পোস্ট-অফিসের বার্ষিক সুদের হার 5% হলে বৎসরান্তে তার সুদে-মূলে কত টাকা প্রাপ্য হবে ? Madhyamik 1979
199. বার্ষিক 5% হার চক্রবৃদ্ধি সুদের কত টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 315.25 টাকা হবে?
200. রমেনবাবু মােট 3.70,000 টাকা তিনটি ব্যাঙ্কে জমা রাখেন। তিনটি ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 4%, 5% এবং 6%, 1 বছর পর তাঁর তিনটি ব্যাঙ্কে মােট সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন?
201. বার্ষিক 10% হার সুদে \(x\) টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ____ টাকা।
202. কোনাে আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 20:25 হলে, বার্ষিক সুদের হার ৪% হবে।
203. এক বছর পরে আসল ও সুদাসলের অনুপাত 10 : 12 হলে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত?
204. 10000 টাকার 4 বছরের সুদ 2000 টাকা হলে সুদের হার কত?
(a) 3% (b) 4% (c) 5% (d) 6%
205. বার্ষিক সুদের হার ও সময় সমান হলে, কত বছরে 324 টাকার সুদ 16 টাকা হবে?
(a) \(2\cfrac{2}{9}\) (b) \(2\cfrac{1}{9}\) (c) \(2\cfrac{4}{9}\) (d) \(2\cfrac{5}{9}\)
206. একই সুদের হারে 800 টাকার 3 বছরের সুদ ও 1000 টাকার 5 বছরের সুদ একত্রে 592 টাকা হয়। সুদের হার কত?
(a) 6% (b) 8% (c) 7% (d) 9%
207. এক ব্যক্তি তার 12 এবং 14 বছর বয়সী দুই মেয়ের নামে মােট 29000 টাকা ব্যাংকে এমনভাবে রাখলেন যে 18 বছর বয়স হলে 10% সুদের হারে তারা সুদে-আসলে সমান টাকা পাবে। বড়াে মেয়ের নামে কত টাকা রেখেছিলেন?
(a) 15000 (b) 16000 (c) 18000 (d) 20000
208. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা \(n\) বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে নির্ণয় করো।
209. বার্ষিক সরল সুদের হার \(4\%\) থেকে \(3\frac{3}{4}\%\) হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 600 টাকা কম হয় । ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো ।
210. সুবীরবাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ এককালীন 6,00,000 টাকা পেলেন। ঐ টাকা তিনি এমন ভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাঙ্কে আমানত করতে চান, যেন প্রতি বছর সুদ বাবদ তিনি 34,000 টাকা পান। যদি পোস্ট অফিস ও ব্যাঙ্কের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 5% হয় তবে তিনি কোথায় কত টাকা রাখবেন নির্ণয় করো।
211. আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে।
212. আমার কাকা 40,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 2%, 3% ও 4%; 3 বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা জমা দেবেন?
213. যদি বার্ষিক 5% সুদের হারে কোনাে নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত?
214. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11664 টাকা হবে তা নির্ণয় করাে
215. বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3\(\cfrac{3}{4}\)% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করাে।
216. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ
(a) 10 টাকা (b) 20 টাকা (c) 21 টাকা (d) 22 টাকা
217. 300 টাকার বার্ষিক 4% হারে 2 বছরের সুদ এবং 550 টাকার 5% হারে 3 বছরের সুদের পার্থক্য-
(a) 60 টাকা (b) 55 টাকা (c) 58.50 টাকা (d) কোনােটিই নয়
218. কোনাে নির্দিষ্ট আসল, নির্দিষ্ট সময় পরে বার্ষিক 10% সুদের হারে 1500 টাকা এবং বার্ষিক 6% সুদের হারে 1300 টাকা হলে, আসলের পরিমাণ-
(a) 500 টাকা (b) 1000 টাকা (c) 1800 টাকা (d) 1600 টাকা
219. একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক 10% সুদের হারে 400 টাকা হয় এবং বার্ষিক 4% সুদের হারে 200 টাকা হয়। আসল কত?
(a) \(\cfrac{100}{6}\) টাকা (b) \(\cfrac{100}{3}\) টাকা (c) \(\cfrac{200}{3}\) টাকা (d) \(\cfrac{200}{6}\) টাকা
220. 1600 টাকার 4 বছরে সুদের পার্থক্য 128 টাকা হলে, বার্ষিক সুদের হারের পার্থক্য-
(a) 2% (b) 1% (c) 11% (d) 5%
221. 1413 টাকা বার্ষিক r% সরল সুদের হারে 25 বছরে 3 গুণ হলে r-এর মান কত?
(a) 8 (b) 15 (c) 20 (d) 5
222. 549 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করাে যে বার্ষিক 7% হারে প্রথম ভাগের 6 বছরের সুদ বার্ষিক 10% হারে দ্বিতীয়ভাগের 8 বছরের সুদের সমান। ভাগ দুটি নির্ণয় করাে।
(a) 320 টাকা, 229 টাকা (b) 510 টাকা, 39 টাকা (c) 360 টাকা, 189 টাকা (d) কোনােটিই নয়
223. 1098 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করাে যে বার্ষিক 5% হারে প্রথম ভাগের 9 বছরের সুদ-আসল বার্ষিক 8% হারে দ্বিতীয়ভাগের 2 বছরের সুদ-আসলের সমান। ভাগ। দুটি নির্ণয় করাে।
(a) 488 টাকা, 610 টাকা (b) 1000 টাকা, 98 টাকা (c) 900 টাকা, 198 টাকা (d) কোনােটিই নয়
224. অর্পিতা, রাখিকে 400 টাকা 5 বছরের জন্য এবং মিনুকে 900 টাকা 3 বছরের জন্য ধার দিল এবং দুজনের কাছ থেকে সুদ হিসেবে মােট 94 টাকা পেল। বার্ষিক সুদের হার-
(a) 2% (b) 4% (c) 6% (d) 8%
225. 550 টাকার 4 বছরের জন্য বার্ষিক 6% ও 8% হারে সুদের পার্থক্য—
(a) 22 টাকা (b) 88 টাকা (c) 44 টাকা (d) 11 টাকা
226. বার্ষিক 12% হারে 3 বছরের জন্য যথাক্রমে 840 ও 1060 টাকার সুদের পার্থক্য-
(a) 89.20 টাকা (b) 83 টাকা (c) 73 টাকা (d) 79.20 টাকা
227. 5 বছরের জন্য 680 টাকার বার্ষিক 3% হারে এবং 460 টাকার বার্ষিক 5% হারে সুদের পার্থক্য-
(a) 22 টাকা (b) 13 টাকা (c) 41 টাকা (d) 60 টাকা
228. বার্ষিক সুদের হার 9% হলে বিমলবাবু 800 টাকা 3 বছরের জন্য ; 680 টাকা 5 বছরের জন্য এবং 200 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে সুদ হিসেবে তিনি মােট কত টাকা পাবেন ?
(a) 468 টাকা (b) 648 টাকা (c) 846 টাকা (d) 684 টাকা
229. কিছু টাকা বার্ষিক 7% সরল সুদের হারে 15 বছরে 1357 টাকা হলে, সুদের পরিমাণ-
(a) 695 টাকা (b) 771 টাকা (c) 717 টাকা (d) কোনােটিই নয়
230. কোনাে আসল নির্দিষ্ট সময়ের ব্যবধানে বার্ষিক 10% সুদের হারে 950 টাকা এবং বার্ষিক 6% সুদের হারে 700 টাকা হলে সময়ের পরিমাণ-
(a) 13\(\cfrac{3}{19}\) বছর (b) 3\(\cfrac{3}{19}\) বছর (c) 19\(\cfrac{3}{13}\) বছর (d) কোনােটিই নয়
231. কোনাে আসল ও নির্দিষ্ট সময়ে সবৃদ্ধিমূলের অনুপাত 15:21 এবং বার্ষিক সরলসুদের হার 5% হলে, সময়ের পরিমাপ কত ?
(a) 4 বছর (b) 2 বছর (c) 8 বছর (d) 10 বছর
232. কোনাে আসল ও নির্দিষ্ট সময়ের ব্যবধানে সুদের অনুপাত 20:7 এবং বার্ষিক সরলসুদের হার 6% হলে, সময়ের পরিমাণ কত?
(a) 6 বছর (b) 5\(\cfrac{5}{6}\) বছর (c) 6\(\cfrac{5}{7}\) বছর (d) কোনােটিই নয়
233. 8 বছরের জন্য বার্ষিক 7% হারে 2100 টাকার এবং বার্ষিক 4% হারে 3500 টাকার সুদের পার্থক্য-
(a) 80 টাকা (b) 70 টাকা (c) 56 টাকা (d) 100 টাকা
234. আসল ও 5 বছরের সুদের অনুপাত 16:9 হলে, বার্ষিক সুদের হার-
(a) 11.25% (b) 13% (c) 12.25% (d) 16%
235. কোনাে আসলের 4 বছরের সুদ তার \(\cfrac{7}{16}\) অংশ হলে বার্ষিক সুদের হার কত ?
(a) 9% (b) 10.9% (c) 12% (d) 12.9%
236. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে 5%, 8% ও 10% হলে, 3 বছরের শেষে 16,000 টাকার সমূল চক্রবৃদ্ধি-
(a) 16,958 টাকা (b) 19,958.40 টাকা (c) 17,958 টাকা (d) 18,958.40 টাকা
237. 2250 টাকার 5 বছরের সমূল চক্রবৃদ্ধি 3000 টাকা ও 6 বছরের সমূল চক্রবৃদ্ধি 3350 টাকা হলে, সুদের হার-
(a) 14% (b) 12.67% (c) 13% (d) 11.67%
238. বার্ষিক সুদের হার 16% এবং সুদ 3 মাস অন্তর দেয় হলে, 7500 টাকার 6 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 8500 টাকা (b) 9112 টাকা (c) 8112 টাকা (d) 7812 টাকা
239. যদি বার্ষিক সুদের হার 12% এবং সুদ 4 মাস অন্তর দেয় হয়, তবে 6840 টাকার \(\cfrac{2}{3}\) বছরের চক্রবৃদ্ধি সুদ-
(a) 780 টাকা (b) 330.14 টাকা (c) 758 টাকা (d) 558.14 টাকা
240. বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে 625 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত ?
(a) 6250 টাকা (b) 676 টাকা (c) 6760 টাকা (d) 628 টাকা
241. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে 5%, 10% ও 15% হলে, 3 বছরের শেষে 5000 টাকার চক্রবৃদ্ধি সুদ-
(a) 2000 টাকা (b) 1900 টাকা (c) 1700 টাকা (d) 1641.25 টাকা
242. কোনাে আসলের 11 বছরের সমূল চক্রবৃদ্ধি 4400 এবং 12 বছরের সমূল চক্রবৃদ্ধি 5800 টাকা হলে, সুদের হার-
(a) 21% (b) 43% (c) 35% (d) 32%
243. বার্ষিক \(x\%\) হার সরল সুদে 120 টাকার 10 মাসের সুদ_____ টাকা।
244. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শােধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলে, বার্ষিক সুদের হার কত?
245. আসল ও বার্ষিক শতকরা সরল সুদের হার অপরিবর্তিত থাকলে সময় ও মােট সুদের মধ্যে সরল সম্পর্ক আছে।
246. বার্ষিক \(5\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(80,000\) টাকার \(2\cfrac{1}{2}\%\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
247. আসল: এক বছরের সুদ-আসল =20:21 হলে; শতকরা বার্ষিক সুদের হার-
(a) 10% (b) 4% (c) 5% (d) 8%
248. বার্ষিক সরল সুদের হার 6% থেকে 5\(\frac{1}{2}\)% হওয়ায় এক ব্যাক্তির বার্ষিক আয় 75 টাকা কমে গেল। তিনি কত টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলেন?
249. রামবাবু তাঁর মােট টাকা এমনভাবে ভাগ করে দুটি ব্যাঙ্কে রাখলেন যাতে 1 বছর পর দুটি ব্যাঙ্ক থেকে সমান সুদ পান। ব্যাঙ্ক দুটির বার্ষিক সুদের হার যথাক্রমে 4% ও ৪%, দ্বিতীয় ব্যাঙ্কে রাখা টাকার পরিমাণ প্রথম ব্যাঙ্কে রাখা টাকার পরিমাণের –
(a) \(\frac{1}{2}\) অংশ (b) \(\frac{1}{3}\) অংশ (c) \(\frac{1}{6}\) অংশ (d) 2 গুন
250. বার্ষিক \(a\%\) সরল সুদের হারে \(b\) টাকার \(c\) মাসের সুদ
(a) \(\cfrac{abc}{1200}\) (b) \(\cfrac{abc}{100}\) (c) \(\cfrac{abc}{200}\) (d) \(\cfrac{abc}{120}\)
251. কোনাে আসল এবং বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 10:11 হলে বার্ষিক সুদের হার _____ ।
252. একই সুদের হারে কিছু পরিমাণ অর্থের 3 বছরের সরলসুদ 1200 টাকা ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 832 টাকা, সুদের হার ও অর্থের পরিমাণ নির্ণয় করাে।
253. কোন আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে, বার্ষিক সরল সুদের হার
(a) 3% (b) 12% (c) 16% (d) 8%
254. বার্ষিক \(x\%\) সরল সুদের হারে কোনাে মূলধনের \(y\) বছরে মােট সুদ \(\cfrac{xyz}{25}\) টাকা হলে মূলধনের পরিমাণ –
(a) 2z টাকা (b) 4z টাকা (c) \(\cfrac{z}{2}\) টাকা (d) \(\cfrac{z}{4}\) টাকা
255. 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে \(2\cfrac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত?
256. বার্ষিক ৪% সরল সুদের হারে কত বছরে 1200 টাকার সুদ 64 টাকা হবে ?
257. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার \(r\%\) এবং প্রথম বছরের মূলধন \(P\) টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন _____ । Madhyamik 2022
258. বার্ষিক \(r\%\) চক্রবৃদ্ধি হার সুদে অর্জিত সুদ _____ হলে, \(n\) বছরে \(p\) টাকার সমূল চক্রবৃদ্ধি \(p\left(1+\cfrac{r}{400}\right)^{4n}\) টাকা।
259. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
260. বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3\(\frac{3}{4}\)% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়। অমলবাবুর মূলধন নির্ণয় করো।
261. কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে 20%।
262. 5 বছরের মোট সুদ আসলের \(\cfrac{1}{5}\)অংশ হলে, বার্ষিক সুদের হার
263. বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে?
264. বার্ষিক সরল সুদের হার \(4\%\) থেকে \(3\frac{3}{4}\%\) হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয় । ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো ।
265. যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়, তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকা \(1\frac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত?
266. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোন আসল 3 বছরের সুদেমূলে আসলের \(\cfrac{27}{8}\) গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে?
267. 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কতো হবে ? Madhyamik 2022
268. গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাঁকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি।
269. মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমান আসলের \(\frac{3}{8}\) অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি ।
270. যদি 292 টাকার 1 দিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি ।
271. বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি ।
272. যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি ।
273. একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15000 টাকা ধার করে । 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22125 টাকা দিতে হলো । ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি ।
274. রহমতচাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 240000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়িভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি।
275. রথীনবাবু তাঁর দুই মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 120000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি ।
276. বার্ষিক \(r\%\) হার সরল সুদে \(p\) টাকার \(t\) বছরের সুদ \(I\) টাকা হলে,
(a) \(I=prt \) (b) \(prtI=100 \) (c) \(prt\)=100\(\times I\) (d) কোনোটিই নয়
277. কোনাে মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে, মূলধনের পরিমাণ এবং বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি।
278. রমেনবাবু মােট 370000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 40%, 5% এবং 6%; 1 বছর পর তার তিনটি ব্যাংকে মােট সুদের পরিমাণ সমান হয় । | তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করি।
279. আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে-আসলে মোট কত পাব হিসাব করে লিখি।
280. 5000টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি।
281. 30000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি।
282. ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন । চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে, ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি ।
283. বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
284. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।
285. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি ।
286. কোনো মূলধনের 2 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8400 টাকা এবং 8652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
287. 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি ।
288. যদি 60000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
289. শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12100 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
290. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরের 300000 টাকার সমূল চক্রবৃদ্ধি 399300 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
291. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
292. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে, তা | হিসাব করে লিখি।
293. গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5,00,000 টাকা পেলেন । ঐ টাকার কিছুটা ব্যাঙ্ক ও বাকিটা পোষ্ট অফিসে জমা রাখেন । প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% ও 7.2% । তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো । Madhyamik 2024