কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে-আসলে কত টাকা পাবেন নির্ণয় করি।


দীপুবাবুর প্রথম \(3\) মাস তার জমা থাকা টাকার পরিমান \(15000\) টাকা,পরবর্তী \(3\) মাসে জমা থাকা টাকার পরিমান \((15000-3000)\) টাকা \(=12000\) টাকা,অন্তিম \(6\) মাসে তার জমা থাকা টাকার পরিমান \(=(12000 +8000)\) টাকা \(=20000\) টাকা

∴1 মাস হিসাবে তার মূলধনের পরিমান \((p) =(15000×3+12000×3+20000×6)\) টাকা
\(=(45000+36000+120000)\)টাকা
\(=201000\) টাকা

সময় \((t)=1\) মাস \(=\cfrac{1}{12}\) বছর
সুদের হার \((r)=5\%\)
∴সুদের পরিমান \((I)= \cfrac{201000×\cfrac{1}{12}×5}{100}\)
\(=2010×\cfrac{1}{12}×5\) টাকা \(=837.50\) টাকা

∴ দীপুবাবু ব্যাংক থেকে সুদে আসলে মোট ফেরত পাবেন \(=(20000+837.50)\) টাকা \(=20837.50\) টাকা

Similar Questions