1. সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি – বৃদ্ধি।
2. সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে হ্রাস হলে সেটি সমহার ___________।
3. সময়ের সঙ্গে কোনাে কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার বৃদ্ধি।
4. সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে তাকে _____ বৃদ্ধি বলে।
5. নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সরল সুদ হলে 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি । Madhyamik 2018
6. কোনো নির্দিষ্ট পরিমান মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে, মূলধনের পরিমান ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
7. আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে _____ বলে । Madhyamik 2024
8. কোনো রাজ্যের জনসংখ্যা প্রতি 3 বছরে 10% হারে বৃদ্ধি পায়। রাজ্যের বর্তমান জনসংখ্যা 39,93,000 হলে, 6 বছর পূর্বে রাজ্যের জনসংখ্যা কত ছিল?