ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ∠C সমকোণ। D, AB-এর উপর যে-কোনো একটি বিন্দু হলে, প্রমাণ করি যে, AD\(^2\) + DB\(^2\) = 2CD\(^2\)
সমদ্বিবাহু ∆ABC এর AC=BC এবং ∠C সমকোণ।
D,AB এর ওপর যেকোনো একটি বিন্দু। প্রমান করতে
হবে যে,AD\(^2\)+DB\(^2\)=2CD\(^2\)
অঙ্কনঃ D বিন্দু দিয়ে AC এবং BC এর অপর যথাক্রমে
DE এবং DF লম্ব টানা হল।
প্রমানঃ চতুর্ভূজ CEDF এর
∠DEC=∠DFC=সমকোণ(অঙ্কনানুসারে)
এবং ∠C=সমকোন (কল্পনানুসারে)
সুতরাং,CEDF একটি আয়তক্ষেত্র।
এখন ∆ADE এর
∠ADE=∠ABC[∵DE∥BC,এবং AB ভেদক]
আবার ∠ABC=∠BAC [∵AC=BC]
∴∠ADE=∠BAC=∠DAE
সুতরাং AE=DE
অনুরূপভাবে প্রমান করা যায় যে,BF=DF
∵∆ADE,∆BDF সমকোণী ত্রিভূজ
∴AD\(^2\)+BD\(^2\)=AE\(^2\)+DE\(^2\)+BF\(^2\)+DF\(^2\)
=DE\(^2\)+DE\(^2\)+DF\(^2\)+DF\(^2\)
[∵AE=DE এবং BF=DF]
=2(DE\(^2\)+DF\(^2\) )
=2(DE\(^2\)+EC\(^2\) )[∵CEDF একটি আয়তক্ষেত্র]
=2CD\(^2\)
[∵∆DEC সমকোণী ত্রিভূজ]
∴AD\(^2\)+DB\(^2\)=2CD\(^2\) (প্রমানিত)