চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে (a) প্রতি বছর আসল একই থাকে (b) প্রতি বছর আসল পরিবর্তিত হয় (c) প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে (d) কোনোটিই নয়
Answer: Bচক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত
হয়। কারন পূর্ববর্তী বছরের সুদ এবং আসলের সমষ্টি
পরবর্তী বছরের আসল হিসাবে গন্য হয়।