শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1\(\frac{1}{2}\) গুণ টাকা দিয়ে থাকলে, কে কত টাকা লভ্যাংশ পাবেন তা হিসাব করে লিখি।
শোভা এবং মাসুদের মূলধনের অনুপাত=1\(\frac{1}{2}\):1
=\(\frac{3}{2}\):1
=3:2
=\(\frac{3}{5}: \frac{2}{5}\) [3+2=5]
গাড়ি বিক্রি করে লাভ হয়=(262500-250000)টাকা
=12500টাকা
গাড়ি বিক্রির লভ্যাংশ থেকে শোভা পাবে=12500×\(\frac{3}{5}\) টাকা
=7500 টাকা
এবং মাসুদ পাবে=12500×\(\frac{2}{5}\) টাকা
=5000 টাকা
∴ গাড়ি বিক্রির লভ্যাংশ থেকে শোভা পাবে 7500 টাকা এবং মাসুদ পাবে 5000 টাকা ।