যদি একটি ঘনকের 6 টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গসেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি ।


∴ঘনকটির প্রতিটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল\(=\cfrac{216}{6}\) বর্গসেমি \(=36\) বর্গসেমি ।

∴ঘনকটির ধারগুলির দৈর্ঘ্য \(=\sqrt{36}\) সেমি \(=6\) সেমি

∴ঘনকটির আয়তন \(=6^3\) ঘনসেমি \(=216\) ঘনসেমি (Answer)

Similar Questions