দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোটো ব্যাবসা শুরু করল ও ঠিক একবছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি।
দীপু,রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত
\(=6500:5200:9100\)
\(=5:4:7\)
\(=\cfrac{5}{16}:\cfrac{4}{16}:\cfrac{7}{16}\) [\(∵5+4+7=16\)]
এখন মোট টাকার \(\cfrac{2}{3}\) অংশ \(=14400× \cfrac{2}{3}\)
\(=4800×2\) টাকা \(=9600\) টাকা।
এই \(9600\) টাকা সমানভাবে ভাগ করে নেওয়ার পর অবশিষ্ট টাকার পরিমান \(=(14400-9600)\) টাকা
\(=4800\) টাকা ।
∴তাদের সমানভাবে পাওয়া টাকার পরিমান \(=\cfrac{9600}{3}\) টাকা \(=3200\) টাকা ।