যদি কোনো বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যা এর দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যা-এর দূরত্ব 20 সেমি সেই জ্যা এর দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি ।


ধরি,O কেন্দ্রীয় বৃত্তের AB জ্যা এর দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে দূরত্ব OP=7 সেমি। ধরি,CD জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব OQ=20 সেমি।

O,A এবং O,C যুক্ত করলে, OA=OC=বৃত্তের ব্যাসার্ধ

যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে।
তাই P,AB এবং Q,CD এর মধ্যবিন্দু।

সমকোণী ∆OPA থেকে পাই OA\(^2\)=OP\(^2\)+PA\(^2\)
বা,OA\(^2\)=\((7)^2\)+\(\big(\cfrac{48}{2}\big)^2\)=49+576=625
বা,OA=\(\sqrt{625}\)=25

সমকোণী ∆OQC থেকে পাই QC\(^2\)+OQ\(^2\)=OC\(^2\)
বা,QC\(^2\)+(20)\(^2\)=(25)\(^2\)
বা,QC\(^2\)=625-400
বা,QC=\(\sqrt{225}\)=15

∴জ্যা এর দৈর্ঘ্য,CD=2×15 সেমি=30 সেমি (Answer)

Similar Questions