ABC ত্রিভুজের AC ও AB বাহুর উপর BE ও CF যথাক্রমে লম্ব। প্রমাণ করি যে, B, C, E, F বিন্দু চারটি সমবৃত্তস্থ। এর থেকে প্রমাণ করি যে, ∆AEF ও ∆ABC এর দুটি করে কোণ সমান।
∆ABC এর AC এবং AB বাহুর ওপর যথাক্রমে BE
ও CF লম্ব ।
প্রমান করতে হবে যে,B,C,E,F বিন্দু
চারটি সমবৃত্তস্থ।
অঙ্কনঃ E,F যোগ করা হল।
প্রমানঃ \(\angle\)CEB=1 সমকোণ
এবং \(\angle\)BFC=1 সমকোণ
∴একই রেখাংশ BC এর ওপর অবস্থিত দুটি কোণ
\(\angle\)CEB=\(\angle\)BFC=1 সমকোণ
∴B,C,E,F বিন্দু চারটি সমবৃত্তস্থ (প্রমানিত)
∆AEF এবং ∆ABC থেকে পাই,
∵B,C,E,F বিন্দু চারটি সমবৃত্তস্থ
∴বৃত্তস্থ চতুর্ভূজ BCEF এর
বহিঃস্থ\(\angle\)AEF=বিপরীত \(\angle\)FBC
এবং বহিঃস্থ \(\angle\)AFE=বিপরীত \(\angle\)ECB
∆AEF এবং ∆ABC থেকে পাই,
\(\angle\)AEF=\(\angle\)ABC
[\(\angle\)FBC=\(\angle\)ABC(একই কোণ)
\(\angle\)AFE=\(\angle\)ACB
[\(\angle\)ECB=\(\angle\)ACB(একই কোণ)
∴∆AEF ও ∆ABC এর দুটি করে কোণ সমান
(প্রমানিত)