1. জ্যামিতিক উপায়ে 24 এর বর্গমূল নির্ণয় কর ।
2. জ্যামিতিক উপায়ে √24 এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। )
3. জ্যামিতিক উপায়ে 7 এর বর্গমূল নির্ণয় কর ।
4. জ্যামিতিক উপায়ে 18 এর বর্গমূল নির্ণয় কর ।
5. জ্যামিতিক উপায়ে 28 এর বর্গমূল নির্ণয় কর ।
6. জ্যামিতিক উপায়ে 13 এর বর্গমূল নির্ণয় কর ।
7. জ্যামিতিক উপায়ে 29 এর বর্গমূল নির্ণয় কর ।
8. জ্যামিতিক উপায়ে √35 এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। ) Madhyamik 2008
9. জ্যামিতিক উপায়ে \(\sqrt{21}\) -এর মান নির্ণয় করাে। (কেবল মাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে) Madhyamik 2016 , 2014
10. জ্যামিতিক উপায়ে \(√12\)-এর মান নির্ণয় করো।
11. জ্যামিতিক উপায়ে \(\sqrt{33}\) এর মান নির্ণয় করো।
12. জ্যামিতিক উপায়ে √35 এর মান নির্ণয় করো। (প্রত্যেক ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে।)
13. জ্যামিতিক উপায়ে √35 এর মান নির্ণয় করো।
14. জ্যামিতিক উপায়ে √21 এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)।
15. জ্যামিতিক উপায়ে √23 এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কনচিহ্ন দেবে)
16. জ্যামিতিক উপায়ে √23 এর মান নির্ণয় করো। (প্রত্যেক ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে।)
17. জ্যামিতিক উপায়ে √21-এর মান নির্ণয় করো।
18. জ্যামিতিক উপায়ে √21-এর মধ্যসমানুপাতি নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)
19. জ্যামিতিক উপায়ে √21 এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)
20. জ্যামিতিক উপায়ে √17-এর মান নির্ণয় করো।
21. জ্যামিতিক উপায়ে √18 এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)
22. জ্যামিতিক পদ্ধতিতে 13 এর বর্গমূল নির্ণয় করো।
23. যদি \(rcosθ = 2√3\) , \(rsinθ =2\) এবং \(0°<θ<90°\) হয়, তবে \(r\) ,ও \(θ\) এর মান নির্ণয় করো। Madhyamik 2024
24. জ্যামিতিক পদ্ধতিতে √19-এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে।)
25. 11, 12, 14, x - 2, x + 4, x + 9, 32, 38, 47 রাশিগুলি ঊর্ধ্বক্রমানুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে, x -এর মান নির্ণয় করো । Madhyamik 2017
26. ABCD ট্রাপিজিয়ামের BC\(\parallel\) AD এবং AD=4 সেমি। AC ও BD কর্ণদ্বয় এমনভাবে O বিন্দুতে ছেদ করে যে, \(\frac{AO}{OC}=\frac{DO}{OB}=\frac{1}{2}\) হয়। BC-এর দৈর্ঘ্য নির্ণয় করাে। Madhyamik 2019 , 2024
27. \(6a^3b \) এবং \(24ab^3\) -এর মধ্যসমানুপাতী নির্ণয় করাে। Madhyamik 2016
28. জ্যামিতিক পদ্ধতিতে \(2\sqrt{7}\)এর মান নির্ণয় করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে।)
29. O কেন্দ্রীয় বৃত্তের AOB ব্যাস। \(\angle\)BCE=20°, \(\angle\)CAE=25° হলে, \(\angle\)AEC-এর মান নির্ণয় করাে-
(a) 50° (b) 90° (c) 45° (d) 20°
30. O কেন্দ্রীয় বত্তের AC ব্যাস এবং DC||EB, \(\angle\)AOB=80° এবং \(\angle\)ACE=10° হলে, \(\angle\)BEDএর মান নির্ণয় করাে।