O কেন্দ্রীয় একটি বৃত্তের PQ জ্যা এর দৈর্ঘ্য 4 সেমি এবং O বিন্দু থেকে PQ এর দূরত্ব 2.1 সেমি । বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি ।
ধরি,O কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে PQ=4 সেমি
দৈর্ঘ্যের একটি জ্যা এর দূরত্ব OM=2.1 সেমি।
O,Q যুক্ত করা হলে OQ=বৃত্তের ব্যাসার্ধ
যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর ওপর
অঙ্কিত লম্ব জ্যা টিকে সমদ্বিখন্ডিত করে। তাই M,PQ
এর মধ্যবিন্দু।
∴MQ=\(\frac{4}{2}\) সেমি=2 সেমি
∴সমকোণী ত্রিভূজ ∆OMQ এর
OQ\(^2\)=OM\(^2\)+MQ\(^2\) [পিথাগোরাসের সূত্র থেকে]
বা,OQ\(^2\)=(2)\(^2\)+(2.1)\(^2\)=4+4.41=8.41
বা,OQ=\(\sqrt{8.41}\)=2.9
∴বৃত্তের ব্যাস=2.9×2 সেমি=5.8 সেমি (Answer)