একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার। ঘনকটির আয়তন (a) 64 ঘন মি. (b) 216 ঘন মি. (c) 256 ঘন মি. (d) 512 ঘন মি.

Answer: D
ঘনকের প্রতিটি পার্শ্বতলের ক্ষেত্রফল \(=\cfrac{256}{4}\) বর্গ মি
\(=64\) বর্গ মি ।
∴ ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য \(=\sqrt{64}\) মিটার \(=8\) মিটার
∴ঘনকটির আয়তন \(=8^3\) ঘন মিটার \(=512\) ঘন মিটার


Similar Questions