তিনবন্ধু যথাক্রমে 5000 টাকা, 6000 টাকা ও 7000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যাবসা শুরু করার এক বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি।
তিনবন্ধুর মূলধনের অনুপাত=5000:6000:7000
=5:6:7
=\(\frac{5}{18} : \frac{6}{18} : \frac{7}{18}\) [∵5+6+7=18]
বছরের শেষে 1800 টাকা লোকসান হলে প্রথম বন্ধুকে দিতে হবে=1800× \(\frac{5}{18}\) টাকা
=500 টাকা
দ্বিতীয় বন্ধুকে দিতে হবে=1800× \(\frac{6}{18}\) টাকা
=600 টাকা
এবং তৃতীয় বন্ধুকে দিতে হবে=1800× \(\frac{7}{18}\)
=700 টাকা
∴ বছরের শেষে 1800 টাকা লোকসান হলে তিনবন্ধুকে যথাক্রমে 500 টাকা,600 টাকা এবং 700 টাকা দিতে হবে ।