A ও B কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছি যারা পরস্পরকে O বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। O বিন্দু দিয়ে একটি সরলরেখা অঙ্কন করেছি যা বৃত্ত দুটিকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে, AP || BQ.


A এবং B কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে O বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। O বিন্দু দিয়ে একটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে।
প্রমান করতে হবে যে,AP∥BQ

অঙ্কনঃ A,B;A,P এবং B,Q যুক্ত করা হল।

প্রমানঃ যেহেতু A এবং B কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে O বিন্দুতে স্পর্শ করেছে,তাই A,O,B সমরেখ।
এখন ∆AOP এর \(\angle\)APO=\(\angle\)AOP [∵AP=AO=A কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ]
আবার ∆BOQ এর \(\angle\)BOQ=\(\angle\)BQO [∵BQ=BO=B কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ]
যেহেতু AB এবং PQ সরলরেখা পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে,
সুতরাং \(\angle\)AOP=বিপ্রতীপ \(\angle\)BOQ
∴\(\angle\)APO=\(\angle\)BQO

অর্থাৎ,\(\angle\)APQ=\(\angle\)BQP
∴AP∥BQ (প্রমানিত)


Similar Questions