তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো, (a) 15° (b) 30° (c) 45° (d) 60°

Answer: C
ধরি, কোণের মান \(\theta\)

\(\therefore tan\theta =\) লম্ব/ভূমি \(=tan 45^o=1\) [\(\because \) লম্ব=ভূমি ]
\(\therefore \theta=45^o\)

Similar Questions